• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ঈশ্বরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো রূপপুর প্রকল্পের শ্রমিকের

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ ১২:৩১

ঈশ্বরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো রূপপুর প্রকল্পের শ্রমিকের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল দূর্ঘটনায় মিজানুর রহমান মিজান (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পাকশী ইউনিয়নের চররুপপুর নওদাপাড়া গ্রামের মিলন হোসেনের ছেলে এবং রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি বিদেশী কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাত দশটার সময় ঈশ্বরদী-পাবনা বগা মিয়া সড়কে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম গ্রেফতার

স্থানীয় মাহফুজুর রহমান সোহান জানান, মিজানুর রহমান মিজান পাকশী-পাবনা বগামিয়া সড়কে রাত ৮টায় ঈশ্বরদীতে মোটরসাইকেল যোগে আওতাপাড়া যাচ্ছিল। পথে আওতাপাড়া বাজারের সন্নিকটে মোড় নেওয়ার সময় পেছন থেকে সাহাপুর মন্ত্রী মোড়ের রিয়াদ (২৪) নামে আরেক যুবক মোটরসাইকেল নিয়ে মিজানকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তায় পড়ে মিজানের মাথা ও ঘাড়ে প্রচন্ড আঘাত লাগে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা। রাজশাহী নেওয়ার পথে নাটোরে পৌছালে পথেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  চাঁপাইবাবগঞ্জের শতবর্ষি ওয়াকফ এস্টেটদীর্ঘদিন দখলে রাখার অভিযোগ

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675