স্টাফ রিপোর্টার : রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার মহানগরীর উত্তম মেষপালক ক্যাথিড্রাল নামের গির্জা পরিদর্শন করেছেন। ইস্টার সানডে উপলক্ষে আজ রোববার সকালে তিনি নগরীর ডিঙ্গাডোবার বাগানবাড়ি এলাকার এই গির্জা পরিদর্শনে যান।
এ সময় তিনি খ্রিস্টযাগ বা বিশেষ প্রার্থনায় অংশ নেন। খ্রিস্টযাগের পরে তিনি খ্রিষ্টীয় কৃষ্টিতে এই ধর্মের মানুষদের সঙ্গে ইস্টার সানডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর মনোজ কুমার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের পরিচালনায় পরিচালিত স্নেহ নীড় (অনাথালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র), বৃদ্ধাশ্রম এবং রোগীদের আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন।