• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাংলাদেশে ক্রীড়া দিবস পালিত

প্রকাশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪ ১১:০৭

বাংলাদেশে ক্রীড়া দিবস পালিত

অনলাইন ডেস্ক : ৬ এপ্রিল আন্তর্জাতিক ক্রীড়া দিবস। গত কয়েক বছর যাবৎ এই দিনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জাতীয় ক্রীড়া দিবস হিসেবেও পালন করছে। আজ (শনিবার) সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অবস্থিত শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স থেকে ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ র‌্যালি নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে এসে শেষ করে।

আরও পড়ুনঃ  চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের লজ্জাজনক রেকর্ড

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এই র‌্যালি অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। তিনি মন্ত্রীত্ব পাওয়ার পর আজই ছিল প্রথম ক্রীড়া দিবস। প্রথম ক্রীড়া দিবসেই তার অনুপস্থিতিতে ক্রীড়াঙ্গনের অনেকেই খানিকটা বিস্মিত হয়েছেন।

আরও পড়ুনঃ  মেসির বার্সেলোনায় ফেরার গুঞ্জন কতটুকু সত্যি?

ক্রীড়া দিবসের র‌্যালিতে অন্য অনেক ফেডারেশনের কর্মকর্তা,ক্রীড়াবিদ থাকলেও ক্রিকেট বোর্ড ও ক্রিকেট সংশ্লিষ্ট কাউকে দেখা যায়নি।

আন্তর্জাতিক ও জাতীয় ক্রীড়া দিবসে বিশেষভাবে উদযাপন করেছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন। মন্ত্রণালয়ের র‌্যালী শুরু হওয়ার আগে বিওএ ভবনে বাংলাদেশের জাতীয় পতাকা, আইওসি, ওসিএ, বিওএ পতাকা উত্তোলন হয়। বিওএ’র কর্মকর্তারা পরবর্তীতে জাতীয় র‌্যালিতে যোগ দেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675