• ঢাকা, বাংলাদেশ
  • ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নাটোরে দুই ব্যবসায়ীকে কুপিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা

প্রকাশ: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪ ৮:৫২

নাটোরে দুই ব্যবসায়ীকে কুপিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে দোকানে ভাঙচুর চালিয়ে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনার প্রতিবাদে ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে বিক্ষোভ করেছে স্থানীয় ব্যাবসায়ীরা। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে লালপুর উপজেলার লালপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীরা হলেন নুরুল্লাহপুর গ্রামের ওমরের ছেলে আহি (২১) ও রামকৃষ্ণপুর গ্রামের জমির মন্ডলের ছেলে আশিকুজ্জামান (২৮)।

আরও পড়ুনঃ  বিএনপি কারও ওপর নির্যাতন করতে চায় না: শামা ওবায়েদ

স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুর বাজারের চাঁদের হাট কসমেটিকস দোকানের মালিক আহিরের সঙ্গে কোম্পানির সেলসম্যান মাসুমের কথা কাটাকাটি হয়। এর জের ধরে মাসুম একই গ্রামের মানোয়ার হোসেন নান্টুর ছেলে অপূর্বসহ বেশ কয়েকজনকে ডেকে নিয়ে এসে আহির দোকানে অতর্কিতভাবে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং চাপাতি দিয়ে দুই দোকানিকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর আহতদের উদ্ধার করে স্থানীয়রা লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আরও পড়ুনঃ  ৭ নৈশপ্রহরীকে বেঁধে রেখে ৪ দোকানে ডাকাতি

এদিকে এ ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন লালপুর বাজারের ব্যবসায়ীরা। পরবর্তীতে মিছিলটি লালপুর থানার দিকে এগিয়ে গেলে পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

লালপুর বনিক সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক জানান, ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।

আরও পড়ুনঃ  চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

এ বিষয়ে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, দুপুরে কোম্পানির সেলসম্যান দুইজন ব্যাবসায়ীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675