• ঢাকা, বাংলাদেশ
  • ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

কলাপাড়ায় পহেলা বৈশাখে ঘোড়দৌড় প্রতিযোগিতা

প্রকাশ: রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪ ৮:৪৬

কলাপাড়ায় পহেলা বৈশাখে ঘোড়দৌড় প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক : পহেলা বৈশাখ উপলক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ এপ্রিল) বিকেল পাঁচটায় টিয়াখালী ইউনিয়নের বিশকানি এলাকার মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ আয়োজন দেখতে ভিড় করেন হাজার হাজার দর্শনার্থী।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। উপজেলা প্রশাসনের এ আয়োজনে দৌড় প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রাকিবুল হাসান, কলাপাড়ার ইউএনও রবিউল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব তালুকদার।

আরও পড়ুনঃ  মান্দায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

কুয়াকাটা থেকে ঘোড়দৌড় দেখতে আসা মাসুদ পারভেজ বলেন, আমি ছোটবেলায় একবার ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখেছিলাম। সেটা এখন ভালো করে মনেও নেই। তাই এই আয়োজনের কথা শুনে আর না এসে পারলাম না। সত্যি আমার খুবই ভালো লেগেছে।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা ১০টি ঘোড়া অংশগ্রহণ করে। দৌড়ে কুয়াকাটার সজিবের ঘোড়া প্রথম স্থান অধিকার করে। পরে প্রতিমন্ত্রী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী ঘোড়ার মালিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় আতশবাজি কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

দৌড়ে প্রথম স্থান অধিকার করা সজিব হোসেন বলেন, আমাদের এলাকায় সচারাচর এ ধরনের আয়োজন তেমন একটা হয় না। উপজেলা প্রশাসনকে ধন্যবাদ পহেলা বৈশাখ উপলক্ষ্যে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আজকের প্রতিযোগিতায় আমি প্রথম স্থান অধিকার করে আমার খুবই আনন্দ লাগছে।

আরও পড়ুনঃ  সাংবিধানিক স্বীকৃতি ও সংখ্যানুপাতে প্রতিনিধিত্বের দাবীতে নাটোরে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, বাংলা নববর্ষ বাঙালিদের একটি অন্যতম ঐতিহ্য আর সেই ঐতিহ্য ধরে রাখার জন্যই মূলত এই আয়োজন। শুধু ঘোড় দৌড় নয়, পহেলা বৈশাখ থেকে শুরু করে টানা নয়ই বৈশাখ পর্যন্ত চলবে বৈশাখী মেলা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।

সর্বশেষ সংবাদ

ঈদেও ফিলিস্তিনকে স্মরণ করছেন হামজা
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫ ১:৪৯
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675