• ঢাকা, বাংলাদেশ
  • ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আরব সাগরের তীরের এক বাড়ির মালিক হলেন পূজা

প্রকাশ: রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪ ১১:৩৩

আরব সাগরের তীরের এক বাড়ির মালিক হলেন পূজা

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী পূজা হেগড়ে নিজের জন্মশহর মুম্বাইতে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন। আরব সাগরের তীরে অবস্থিত বাড়িটির মালিক হতে পূজা ব্যয় করেছেন বিপুল অংকের অর্থ।এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের অন্যতম ব্যয়বহুল এলাকা বান্দ্রায় আরব সাগরের তীরে বাড়ি কিনেছেন পূজা। ৪ হাজার বর্গফুটের বিলাসবহুল বাড়িটি কিনতে পূজা ব্যয় করেছেন ৪৫ কোটি রুপি।পূজা হেগড়ের এক ঘনিষ্ঠ সূত্রের মতে, বাড়িটি থেকে সমুদ্রের অপূর্ব সৌন্দর্য দেখা যায়। এছাড়া ভেতরের নকশাতেও রয়েছে আভিজাত্যের ছাপ। জানা গেছে খুব শিগগিরই নতুন বাড়িতে উঠবেন নায়িকা।

আরও পড়ুনঃ  বাবা মদ্যপ ছিলেন, আমাকে মারতেন : ঋতাভরী

‘রাধে শ্যাম’, ‘আলা বৈকুণ্ঠাপুরামুলো’, ‘সার্কাস’, ‘কিসি কা ভাই কিসি কি জান’ এর মতো সিনেমা করে পরিচিতি পেয়েছেন পূজা।

এদিকে পূজা হেগড়ের হাতে বর্তমানে রয়েছে ‘দেবা’ নামের একটি সিনেমার কাজ। যেটা পরিচালনা করছেন রোশান অ্যান্ড্রুস। এতে পূজার সঙ্গে আছেন শহিদ কাপুর। আগামী ১১ অক্টোবর এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675