• ঢাকা, বাংলাদেশ
  • ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ফের আদালতের দ্বারস্থ হলেন আয়েশা জুলকা

প্রকাশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪ ১০:৪২

ফের আদালতের দ্বারস্থ হলেন আয়েশা জুলকা

অনলাইন ডেস্ক : চার বছর আগে বলিউড অভিনেত্রী আয়েশা জুলকার পোষ্য কুকুর রকিকে অত্যাচার করে খুন করেছে তাঁর কেয়ারটেকার। সেই অভিযোগ নিয়ে আদালতে মামলাও করেছিলেন আয়েশা। এমনকি জেলও হয়েছিল আয়েশার কেয়ারটেকার রামনাথ্থুর। কিন্তু জামিনও পেয়ে যায় সে।

এবার সেই পুরনো মামলা নিয়ে ফের সরব হলেন বলিউড অভিনেত্রী। তাঁর কথায়, কঠিন শাস্তি পাওয়া উচিত অভিযুক্তের।


সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, আয়েশা জুলকার পোষ্য রকির ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পোষ্যর মৃত্যু হয়েছে শ্বাস আটকে এবং তার দেহে ক্ষতের দাগও পাওয়া গেছে। মৃত অবস্থায় পানির ট্যাংক থেকে উদ্ধার হয়েছিল আয়েশার পোষ্য রকি।

আরও পড়ুনঃ  যৌন কামনা না কি ভালবাসা!

এই ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করেই মুম্বাই হাইকোর্টে নতুন মামলা করলেন আয়েশা। আদালতের কাছে আয়েশার আর্জি, কঠিনতর শাস্তি দেওয়া হোক অভিযুক্তকে। যাতে ভবিষ্যতে এমনটা কেউ না করতে পারে।

আমির খানের বিপরীতে ‘জো জিতা ওহি সিকান্দার’ সিনেমাতে অভিনয়ের পর আয়েশা জুলকাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। কখনো অক্ষয়, কখনো ঋষি কাপুরের সঙ্গে জুটি বেঁধে একের পর এক সিনেমা করেছেন। ১৯৯৮ সালে ‘হিম্মতওয়ালা’ রিলিজের পর থেকে সিনেমার সংখ্যাও তিনি কমাতে থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে আয়েশা জানিয়েছেন, বলিউড থেকে সরে দাঁড়ানোটা তাঁর সুচিন্তিত সিদ্ধান্ত। অভিনেত্রী বলেন, ‘কোনো প্রজেক্টের অংশ হিসেবে আমি সেখানে কোনো অবদান রাখতে পারছি কি না, সেটা গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ  নারী মানেই দেহসর্বস্ব নয়, তাদের মধ্যে বুদ্ধিমত্তাও রয়েছে, এটা বোঝাতে আর কত যুগ কেটে যাবে: ঋতুপর্ণা

কিন্তু সেটা তখনই একমাত্র সম্ভব, যদি আমাকে অভিনয়ের সুযোগ দেওয়া হয়।’
তবে দীর্ঘ সময় পর নতুন করে পর্দায় ফিরেছেন আয়েশা। ইতিমধ্যে ওটিটিতে কাজ করেছেন। ২০২৩ সালের কমেডি সিরিজ ‘হ্যাপি ফ্যামিলি কন্ডিশনস অ্যাপ্লাই’তে দেখা গেছে অভিনেত্রীকে। এতে আরো ছিলেন রাজ বাব্বর, রত্না পাঠক শাহ, অতুল কুলকার্নির মতো তারকারা।

আরও পড়ুনঃ  সিগারেট নারী-পুরুষ দুজনের শরীরের জন্যই ক্ষতিকর : চমক

এরপর ওটিটি প্রোজেক্ট ‘হাশ হাশ’-এ দেখা গেছে আয়েশাকে। এতে আরো অভিনয় করেছেন জুহি চাওলা, কৃতিকা কামরা ও সোহা আলী খানের মতো তারকারা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675