• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রোগীর স্বজনদের হামলায় আইসিইউতে চিকিৎসক

প্রকাশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪ ৫:১৭

রোগীর স্বজনদের হামলায় আইসিইউতে চিকিৎসক

অনলাইন ডেস্ক : চট্টগ্রামে রোগীর স্বজনদের হামলায় গুরুতর আহত হয়ে আইসিইউতে ভর্তি থাকা চিকিৎসকের অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়। মারধরের কারণে চিকিৎসক রিয়াজ উদ্দিন শিবলুর মাথায় রক্তক্ষরণের আশঙ্কা করছেন চিকিৎসকেরা। আর রক্তক্ষরণ হলে বড় ধরনের বিপদ হতে পারে। সেজন্য তাকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গত রোববার (১৪ এপ্রিল) চট্টগ্রাম মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় শিশু মারা যাওয়ার ঘটনায় চিকিৎসককে বেধড়ক মারধর করেন রোগীর স্বজনরা। গুরুতর আহত চিকিৎসক রিয়াজ উদ্দিন শিবলুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়েছে। এরপর থেকে এখনো আইসিইউতে ভর্তি আছেন ওই চিকিৎসক।

আরও পড়ুনঃ  নির্বাচন নিয়ে লুকোচুরি খেলছে অন্তর্বর্তী সরকার : সিরাজগঞ্জে রিজভী

এ ঘটনায় চিকিৎসকদের একাধিক সংগঠন নিন্দা জানিয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে জোরালো আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন চিকিৎসক নেতারা। পাশাপাশি চিকিৎসক সুরক্ষা আইন করার তাগিদ দিচ্ছেন তারা।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. রিজোয়ান রেহান বলেন, ‘এসব অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটনা অগ্রসরমান দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে মারাত্মক হুমকিতে ফেলে দিচ্ছে। ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও দেশের সব চিকিৎসকের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে হবে। চিকিৎসক-স্বাস্থ্য কর্মীদের সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত না হলে রোগীদের সেবাদানে ব্যাঘাত ঘটবে।’

আরও পড়ুনঃ  মোবাইল ব্যবহারে মগ্ন, ট্রেন থেকে পড়ে দুই যুবকের মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ প্রধান ডা. হারুন উর রশিদ বলেন, ‘মারধরে মেডিকেল সেন্টারের চিকিৎসক রিয়াজ উদ্দিনের সাব কংজাংটিভাল হেমোরেজ (চোখে তীব্র রক্তক্ষরণ) হয়েছে। পাশাপাশি তিনি মাথায়ও গুরুতর আঘাত পেয়েছেন। এছাড়া তার মাথায় রক্তক্ষরণের আশঙ্কা রয়েছে। তাই তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. জামাল উদ্দিন বলেন, ‘একজন চিকিৎসক রোগীকে ভালো করে তুলতে তার সর্বোচ্চটা দিয়ে চায়। এখন উল্টো রোগীর স্বজনরা চিকিৎসক পেটাচ্ছেন। এটি অত্যন্ত দুঃখজনক। মারধরের শিকার চিকিৎসক ১৫ মিনিট অজ্ঞান অবস্থায় ফ্লোরে পড়েছিল। তিনি এখনো শঙ্কামুক্ত নন। বিষয়টি নিয়ে আমরা মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলেছি।’

আরও পড়ুনঃ  ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান: আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা করা না গেলে ভবিষ্যতে চিকিৎসকেরা সিরিয়াস কোনো রোগী ডিল করতে চাইবে না। আমরা চিকিৎসক সুরক্ষা আইন চাই। যাতে করে চিকিৎসকেরা নিরাপদ কর্মস্থল পায়।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675