• ঢাকা, বাংলাদেশ
  • ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

‘ঝপঝপ করে প্রণাম করে আমার পাপ আর বাড়াবেন না: ইমন

প্রকাশ: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ১২:০২

‘ঝপঝপ করে প্রণাম করে আমার পাপ আর বাড়াবেন না: ইমন

অনলাইন ডেস্ক : ওপার বাংলার সংগীতশিল্পী ইমন চক্রবর্তীর বর্তমান বয়স ৩৪ বছর। অথচ অধিকাংশ ক্ষেত্রেই বয়সের তুলনায় বেশ খানিকটা বড় মনে হয় তাকে। যা নিয়ে মহাবিপদে আছেন ইমন। ছোট থেকে বড় সবাই ডাকছেন দিদি বলে।

তাই এই সংগীতশিল্পীর অনুরোধ, আমার পাপ আর বাড়াবেন না। ছোট থেকে বড় সবাইকে আশীর্বাদ দিলাম, খুশি?

বয়স নিয়ে একাধিকবার কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে ইমনকে। প্রাক্তন প্রেমিক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার বিচ্ছেদের কারণও নাকি বয়স। প্রেমিকের চেয়ে প্রেমিকাকে দেখতে বড় মনে হতো, এমনটাই শুনতে হয়েছে গায়িকাকে।

আরও পড়ুনঃ  ক্যানসার নিয়েই রোজা রাখছেন হিনা খান

বিষয়গুলো নিয়েই এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিলেন ইমন। যেখানে তিনি লিখেছেন, ‘ছোটবেলা থেকেই আমাকে বড় বড় দেখতে। আমার চেয়ে বয়সে বড় কোনো দিদিকে নিয়ে বাইরে গেলে সবাই আমাকে তার দিদি বলত। এটা নিয়ে আমি হাসতাম ও ভেতরে ভেতরে খুব রাগ করতাম।’

আরও পড়ুনঃ  হারানোর পরই মূল্য দেওয়া হয় : অপরাজিতা আঢ্য

বয়স বেড়েছে, কিন্তু পরিস্থিতির পরিবর্তন হয়নি। এখনও তার চেয়ে বয়সে বড় কোনো ব্যক্তির সঙ্গে দেখা হলেও বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয় ইমনকে। তিনি বলেন, ‘এখন তো আরও মুশকিল। সবাই দিদি বলে, তা বলুক। কারও বয়স পঁয়তাল্লিশ, দেখা হলে হঠাৎ করেই নমস্কার দিয়ে বসে। কী জ্বালায় পড়েছি’!

আরও পড়ুনঃ  নারী মানেই দেহসর্বস্ব নয়, তাদের মধ্যে বুদ্ধিমত্তাও রয়েছে, এটা বোঝাতে আর কত যুগ কেটে যাবে: ঋতুপর্ণা

এই সংগীতশিল্পী যোগ করেন, ‘ঝপঝপ করে প্রণাম করে আমার পাপ আর বাড়াবেন না । ছোট বড় সবাইকে আশীর্বাদ দিলাম, খুশি?’

বর্তমানে নীলাঞ্জনের সঙ্গে সুখের সংসার ইমনের। অন্যদিকে প্রাক্তন প্রেমিক শোভনও এই মুহূর্তে পুরোদস্তুর রয়েছেন অভিনেত্রী সোহিনী সরকারের প্রেমে। এর আগে স্বস্তিকা দত্তের সঙ্গে শোভনের বিচ্ছেদের সময় ইমনের দিকে উঠেছিল অভিযোগের আঙুল। তবে এগুলো নিয়ে শোভন-ইমন কখনো কাঁদা ছোড়াছুড়ি করেননি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675