• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

প্রকাশ: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ৫:০৩

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

অনলাইন ডেস্ক : কদিন আগেই প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিয়েছিলেন শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত। এবার বাংলাদেশি আম্পায়ারদের সাফল্যে আরেকটি মুকুট। আইসিসির আম্পায়ারদের ইন্টারন্যাশনাল প্যানেলে যুক্ত হয়েছেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ আলী খান।

আরও পড়ুনঃ  সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে পেল ভারত

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার আহমেদ মিঠু। তিনি বলেন, ‘এটা আরেকটা ভালো সংবাদ। আইসিসি নিশ্চিত করেছে যে মোর্শেদ আলি খান আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হয়েছেন বাংলাদেশের নতুন সদস্য হিসেবে এবং কাজ শুরু হবে দ্রুত।’

আরও পড়ুনঃ  ফের কপাল পুড়ল ইসমাইলের, বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্সে যাচ্ছেন জহির

মাসখানেক আগে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত এলিট প্যানেলে যুক্ত হন। ফলে সেই পদটি খালি হয় আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলে। এবার সেই জায়গায় মোর্শেদকে যুক্ত করেছে আইসিসি। বাংলাদেশ থেকে এলিট প্যানেলে আম্পায়ার হিসেবে রয়েছেন সৈকত। এ ছাড়া আন্তর্জাতিক প্যানেলে রয়েছেন মাসুদুর রহমান মুকুল, তানভীর আহমেদ এবং গাজী সোহেল।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675