• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ছাত্রলীগ নেতা ফয়সাল হত্যার মূলহোতা আজিজ গ্রেফতার

প্রকাশ: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২ ১০:০০

ছাত্রলীগ নেতা ফয়সাল হত্যার মূলহোতা আজিজ গ্রেফতার

কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিন হত্যার মূলহোতা আজিজ সিকদারকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
এ আলোচিত হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা না পেরোতেই সোমবার (৪ জুলাই) বিকাল ৩টার দিকে শহরের লিংক রোড এলাকার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইন বলেন, নিহত ছাত্রলীগ নেতা ফয়সালের জানাজার পূর্বে হত্যাকাণ্ডের মূলহোতা আজিজকে র‌্যাব গ্রেফতার করায় কিছুটা স্বস্তি ফিরেছে। এছাড়া আজিজকে প্রধান আসামি করে ফয়সালের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
কক্সবাজারের র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খাইরুল ইসলাম সরকার যুগান্তরকে বলেন, ছাত্রলীগ নেতা ফয়সাল হত্যাকাণ্ড নিয়ে কাল থেকে র‌্যাবের কয়েকটি টিম পৃথক অভিযানে নেমেছে। এখনো পর্যন্ত আটক ও উদ্ধার অভিযান চলছে। আশা করা যাচ্ছে ঘটনার মূলহোতা আটকসহ সফল উদ্ধার অভিযান সম্পন্ন হবে। অভিযান শেষ হলেই বিস্তারিত জানানো হবে বলে র‌্যাব কর্মকর্তা জানান।
এদিকে বিকাল ৪টায় কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়ন পরিষদ মাঠে ফয়সালের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন শেষ হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675