• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ট্রাকের ধাক্কায় পুলিশের এএসআই নিহত, এসআই হাসপাতালে

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ ৯:৩০

ট্রাকের ধাক্কায় পুলিশের এএসআই নিহত, এসআই হাসপাতালে

অনলাইন ডেস্ক : দিনাজপুর সদর উপজলোর নসিপুর এলাকায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মমতাজ আলী নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা অপর উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে সুলভ মূল্যের খাদ্যসামগ্রী বিক্রয় কেন্দ্র উদ্বোধন

বৃহস্পতিবার (৯ মে) বিকেল ৫টার দিকে দিনাজপুরের দশ মাইল মহাসড়কের নসিপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মমতাজ আলী দিনাজপুর সদরের পুলহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। আহত এসআই আব্দুল জলিল একই পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন।

আরও পড়ুনঃ  মান্দায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির অভিযোগে গ্রেফতার ১

স্থানীয়রা জানান, পুলিশের দুই কর্মকর্তা দিনাজপুর থেকে দশ মাইলের দিকে যাওয়ার পথে পেছন দিক থেকে একটি মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এএসআই মমতাজ আলী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান। এসআই আবদুল জলিলকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  র‍্যাবের জালে আটক প্রেম প্রতারক রিওন

দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675