• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

শিশু-কিশোরদের ছবি লাখ টাকায় কিনলেন এমপি নাঈমুজ্জামান

প্রকাশ: শুক্রবার, ১০ মে, ২০২৪ ৪:৩৪

শিশু-কিশোরদের ছবি লাখ টাকায় কিনলেন এমপি নাঈমুজ্জামান

অনলাইন ডেস্ক : পঞ্চগড়ে তিনদিন ব্যাপী শুরু হয়েছে শিশু-কিশোরদের আঁকা ছবি নিয়ে চিত্র প্রদর্শনী। জেলা পরিষদ হলরুমে চারু সংসদের আয়োজনে জেলার শিশু-কিশোররা নানা রকম ছবি নিয়ে হাজির হয়েছে এ চিত্র প্রদর্শনীতে। তারা দর্শনার্থীদের সেসব ছবির থিমও বুঝিয়ে দিচ্ছে। এমন আয়োজনে ছবি নিয়ে অংশ নিতে পেরে খুশি শিশুরা।

বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা। এ সময় চিত্র প্রদর্শনী ঘুরে দেখার সময় সংসদ সদস্য প্রদর্শিত ২ লাখ টাকা দিয়ে সব ছবি কিনে নেন।

আরও পড়ুনঃ  মান্দায় রাস্তা ছাড়াই দাঁড়িয়ে আছে ৩ কোটির টাকার সেতু

এ সময় এমপি বলেন, এটি একটি খুব ভালো উদ্যোগ। আয়োজকরা প্রদর্শিত শিশু-কিশোরদের আঁকা প্রত্যেক ছবির মূল্য একহাজার টাকা নির্ধারণ করেছেন। আমি সব ছবি কেনার জন্য এক লাখ টাকা দেব। আর জেলা পরিষদ চেয়ারম্যান আয়োজক সংগঠনকে দেবেন এক লাখ টাকা। এই ছবিগুলো পরবর্তীতে স্কুল, মাদ্রাসা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শন করা হবে।

আরও পড়ুনঃ  ধামইরহাটে সরকারি জমির মাটি কাটায় জরিমানা

এমপির আহ্বানে সাড়া দিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ এক লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন। আলোচনা শেষে চিত্র শিল্পী শিশুদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট।

উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড় উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আক্তারুন্নাহার সাকি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম খায়ের, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, ভূমিজ নাট্যদলের সভাপতি সরকার হায়দার, কেয়া টেকনিক্যাল চারুকলা ও শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ রেজওয়ানুল ইসলাম শুভ, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক হাসনুর রশিদ বাবু, আয়োজক সংগঠন চারু সংসদের আহ্বায়ক শহীদুল ইসলাম, চিত্র শিল্পী নুরুজ্জামান কায়সার প্রমুখ।

আরও পড়ুনঃ  ডাক্তার আসছেন বলে ১২ ঘণ্টা অপেক্ষা করানোর পর গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের ছবি চিত্রকলায় উৎসাহ দেওয়ার জন্য এই আয়োজন। প্রদর্শনীতে একশ ছবি প্রদর্শিত হচ্ছে। প্রতিদিন বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী। আগামী শনিবার শেষ হবে প্রদর্শনী।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675