• ঢাকা, বাংলাদেশ
  • ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

এবার স্বস্তিকার নায়ক শরিফুল রাজ

প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ৫:০৬

এবার স্বস্তিকার নায়ক শরিফুল রাজ

অনলাইন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সিরিয়াল এবং সিনেমাতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। সম্প্রতি গত বছরের সেপ্টেম্বরে নির্মাতা হিমু আকরাম ‘আলতাবানু জোছনা দেখেনি’ সিনেমার নায়িকা হিসেবে ঘোষণা দিয়েছিলেন স্বস্তিকা মুখার্জির নাম।

প্রায় আট মাস পর জানা গেল তার বিপরীতে অভিনয় করবেন অভিনেতা শরিফুল রাজ। ইতোমধ্যে সবকিছু চূড়ান্ত করা হয়েছে। সিনেমাটি প্রযোজনায় থাকছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

আরও পড়ুনঃ  যৌন কামনা না কি ভালবাসা!

সিনেমার বিষয়ে রাজ জানান, এখনও এ বিষয়ে কিছু বলতে চান না তিনি।

এর আগে নির্মাতা হিমু আকরাম গণমাধ্যমকে জানিয়েছিলেন, গল্প দেখে মনে হয়েছে এ সিনেমায় একজন শক্তিশালী অভিনেতা প্রয়োজন। যেখানে এক চরিত্রে তিনটি লুক থাকতে হবে। সেখান থেকে চরিত্র মেলানো কঠিন হয়ে গিয়েছিল। অবশেষে শরিফুল রাজকেই নির্মাতারা খুঁজে পেয়েছেন।

আরও পড়ুনঃ  নারী মানেই দেহসর্বস্ব নয়, তাদের মধ্যে বুদ্ধিমত্তাও রয়েছে, এটা বোঝাতে আর কত যুগ কেটে যাবে: ঋতুপর্ণা

সিনেমার গল্পটি যৌথভাবে লিখেছেন হিমু আকরাম, মোহাম্মদ নাজিম উদ দৌলা ও মোহাম্মদ নাজিম উদ্দিন। এদিকে সৈয়দপুর, সুন্দরবন, রাজেন্দ্রপুরের শালবনে মিস্টেরিয়াস গল্পের সিনেমাটির দৃশ্যধারণ হবে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  সহশিল্পীরা আমার সঙ্গে কাজ করতে চাইত না : প্রভা

উল্লেখ্য, এর আগে চলচ্চিত্র পরিচালক এফ আই মানিক পরিচালিত ‘সবার উপরে তুমি’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন স্বস্তিকা।


‘আলতাবানু জোসনা দেখেনি’ ছাড়াও স্বস্তিকা কামরুল হোসেন রিফাতের পরিচালনায় ‘ওয়েন ইলেভেন’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675