• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

চট্টগ্রামে ডাস্টবিনে পড়ে ছিল গর্ভপাতের দুটি মানব ভ্রূণ

প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ১১:২৮

চট্টগ্রামে ডাস্টবিনে পড়ে ছিল গর্ভপাতের দুটি মানব ভ্রূণ

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকা থেকে অপরিণত অবস্থায় গর্ভপাত করা দুটি মানব ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ। গর্ভপাতের পর ডাস্টবিনে ভ্রূণ দুটি ফেলা হয়েছে বলে ধারণা পুলিশের।

মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় নগরীর খুলশী থানার পূর্ব নাসিরাবাদের আপন নিবাসের গেটের সামনের ডাস্টবিন থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ভ্রূণ দুটি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  বগুড়ায় বাসচাপায় বাবা-মেয়ে নিহত

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নেয়ামত উল্লাহ বলেন, ‘নাসিরাবাদ এলাকার একটি ডাস্টবিনে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ভ্রূণ দুটি দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কে বা কারা এগুলো ফেলে গেছে এখনও জানা যায়নি। আমরা এগুলোকে ভ্রণ বলছি, কারণ সেগুলোতে কানসহ শরীরের অন্য অংশগুলো তৈরি হয়নি।’

আরও পড়ুনঃ  বাংলাদেশে কাউকে চরমপন্থার সুযোগ নিতে দেওয়া হবেনা : তথ্য উপদেষ্টা

তিনি বলেন, ভ্রূণ দুটি অপরিণত অবস্থায় থাকায় লিঙ্গ নির্ধারণ সম্ভব হয়নি। হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা শেষে সেগুলোর বয়স নিশ্চিত করে বলা যাবে।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে ‘অধ্যক্ষ একরামুল আলম স্মৃতি ফাউন্ডেশন’ এর যাত্রা শুরু

এর আগে গত ২৬ এপ্রিল চট্টগ্রামের বহদ্দারহাটে সড়কের আইল্যান্ড থেকে এক অপূর্ণাঙ্গ শিশুর মরদেহ উদ্ধার করে চান্দগাঁও থানা পুলিশ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675