ঢাকাThursday , 16 May 2024
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

অর্ধশত বছর পর পিরোজপুরে যুবলীগের সম্মেলন

subadmin
May 16, 2024 10:18 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : প্রতিষ্ঠার পর পিরোজপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের জেলা সম্মেলন। শনিবার (১৮ মে) পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনকে কেন্দ্র করে শহর সেজেছে নতুন রূপে, নেতা-কর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ।

জানা যায়, সম্মেলন ছাড়াই ২০১০ সালের ১ আগস্ট সর্বশেষ জেলা যুবলীগের কমিটি গঠন করা হয়। এরপর দীর্ঘ ১৪ বছরে আর কোনো নতুন কমিটি উপহার দিতে পারেননি তারা। ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর পিরোজপুরে যুবলীগের একটি বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতারা এসে ওই বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে সম্মেলন করার সিদ্ধান্ত দিয়ে যান। পরে সেটি আর আলোর মুখ দেখেনি।

দীর্ঘদিন পর জেলায় সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ফিরেছে প্রাণচাঞ্চল্যতা। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে রাস্তাঘাট। অনুষ্ঠানকে সফল করতে তৈরি হচ্ছে সম্মেলন স্থল। পদপ্রত্যাশীরা যে যার মতো প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কর্মীদের দাবি দলের দুর্দিনে যারা নেতাকর্মীদের খোঁজখবর রেখেছেন তাদের মূল্যায়ন করা হবে।

সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। প্রধান বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

এ বিষয়ে পিরোজপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী বলেন, পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বেলা ১১টায় জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।