ঢাকাSaturday , 18 May 2024
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে প্রশাসনের সহযোগিতা চাইলেন শরিফুজ্জামান

subadmin
May 18, 2024 10:10 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই অভিযোগ পাল্টা অভিযোগ করা হয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকে। নির্বাচনে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শরিফুজ্জামান শরিফ। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ আসন্ন নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শনিবার বিকেলে উপজেলা সদরে নির্বাচন পরিচালনা কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের মাধ্যমে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের কাছে এই সহযোগিতা চান শরিফুজ্জামান শরিফ।

শরিফুজ্জামান শরিফ বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আমিও আমার কর্মী সমর্থকরা শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছি। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় আমার নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত মাইক ও অটোরিকশা ভাংচুর করা হয়েছে। নির্বাচন পরিচালনা কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। আমি নেতাকর্মীদের শান্ত করে আইনের আশ্রয় নিয়েছি। কিন্তু প্রতিপক্ষের লোকজন পায়ে পাড়া দিয়ে শান্ত পরিবেশকে অশান্ত করার পাঁয়তারা করছে।

সংবাদ সম্মেলন প্রসঙ্গে শরিফুজ্জামান বলেন, নিজেদের দোষ ঢাঁকতে আব্দুল মজিদ মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে নিয়ে মনগড়া কথা বলেছেন। এই আসনের রাজনৈতিক অভিভাবক মাননীয় প্রতিমন্ত্রী। রাজনৈতিক বিষয়গুলো তিনি দেখভাল করবেন এটাই স্বাভাবিক। তবে নির্বাচন সংক্রান্ত বিষয়ে প্রতিমন্ত্রী মহোদয় কোনো ধরনের প্রভাব বিস্তার করেননি। কিংবা কাউকে চাপ প্রয়োগ করেননি। বরং তারাই বাইরের প্রভুদের ইশারায় চলছে এবং সুষ্ঠ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ভুন্ডল করতে একের পর এক নীলনকশা আঁকছে।

সাধারণ ভোটারদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, কারো ইন্ধনে না পড়ে ভোটকেন্দ্রে আসবেন, ভোট দেবেন। কেউ বাধা দিলে প্রশাসনিক সহযোগিতা চাইবেন। আমি আশারাখি প্রশাসনের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সব রকম প্রস্তুতি নেয়া হয়েছে।

মতবিনিময়কালে চেয়ারম্যান প্রার্থী শরিফুজ্জামান শরিফ ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি আজাহার আলী, পৌর মেয়র সাজেদুর রহমান মিঠু, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মজনু সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০