• ঢাকা, বাংলাদেশ
  • ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নির্বাচনের পিকনিকের খিচুড়িতে ফেলা হলো ময়লা

প্রকাশ: মঙ্গলবার, ২১ মে, ২০২৪ ১২:৩৯

নির্বাচনের পিকনিকের খিচুড়িতে ফেলা হলো ময়লা

বগুড়া প্রতিনিধি: ৭০ জন নারী-পুরুষ মিলে রান্না করেছিল খিচুড়ি। আনন্দের সাথে খাবে তারা। নির্বাচন উপলক্ষে এই পিকনিকের আয়োজন করা হয়। কিন্তু হঠাৎ হাজির হলেন বগুড়ার আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন। এরপর রান্না করা খাবারের মধ্যে দেওয়া হয় আবর্জনা। অভিযোগ, এসিল্যান্ড ফিরোজ হোসেনের গাড়ির চালক হযরত আলী খিচুড়ির মধ্যে ছাগলের বিষ্ঠাসহ ময়লা-আবর্জনা ছিটিয়ে দেন।

রোববার (১৯ মে) মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের কেশরতা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে জনমনে।
জানা যায়, আদমদীঘিতে ষষ্ঠ উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপের নির্বাচন আগামীকাল ২১ মে অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে আচরণবিধি বিষয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ডিউটি করছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন। রবিবার রাতে সদর ইউনিয়নের কেশরতা গ্রামের প্রায় শতাধিক নারী-পুরুষ মিলে পিকনিকের আয়োজন করে। সেখানে আনারস প্রতীকের সমর্থক একই এলাকার সাধারণ ভোটারগণ একত্রিত হয়ে খিচুড়ি রান্না করছিলেন খাওয়ার জন্য।

আরও পড়ুনঃ  মান্দায় রাস্তা ছাড়াই দাঁড়িয়ে আছে ৩ কোটির টাকার সেতু

তারা বলেছেন, যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারতেন তিনি। কিন্তু রান্না করা খাবারের মধ্যে আবর্জনা দেওয়া মোটেও কাম্য নয়। এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি করেছেন তারা। আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকেরা সেখানে পিকনিক করছিল বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান।

আরও পড়ুনঃ  ভোলাহাটে জমি আবাদে বাঁধা দিয়ে বেধড়ক মারপিট, যে কোন মূহুর্তে দুর্ঘটনার আশঙ্কা!

এক নারী বলেন, আমরা চাঁদা দিয়ে পিকনিকের আয়োজন করে রান্না করেছিলাম। কিন্তু খাবারের মধ্যে ময়লা-আবর্জনা দেওয়ায় আমরা আর খাবার খেতে পারিনি। সারা রাত না খেয়ে থাকতে হয়েছে।
বিষয়টি জানার জন্য একাধিকবার ফোন ও sms পাঠালেও কোনও সাড়া দেয়নি সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন।
নির্বাহী অফিসার রুমানা আফরোজ মোবাইল ফোনে বলেন, নির্বাচন শেষ হলে বিষয়টি খতিয়ে দেখ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675