ঢাকাThursday , 30 May 2024
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনের ধাক্কায় মৃত্যু: রেল ক্রসিংয়ে গেটম্যনের ব্যবস্থা করলেন এমপি বাদশা

subadmin
May 30, 2024 7:56 pm
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহীতে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। বুধবার বিকেলে রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান তিনি। এরপর অরক্ষিত সেই রেল ক্রসিংয়ে গেটম্যনের ব্যবস্থা করে দেন৷

এ বিষয়ে সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, দুর্ঘনার খবর পাওয়ার সাথে সাথেই আমি ঘটনাস্থলে ছুটে গেছি৷ সেখানে ওই রেল ক্রসিংটা অরক্ষিত দেখতে পায়। স্থানীয়রাও জানান, রেল ক্রসিংটি অরক্ষিত হওয়ায় প্রায়শই ছোট বড় দুর্ঘটনা ঘটে। আশেপাশের যারা আছেন তারাও ঝুঁকির চিত্র তুলে ধরেন। সেখানে স্থায়ী সমাধান কি হতে পারে তা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবো। তবে আপাতত সেখানে একজন গেটম্যানের ব্যবস্থা করে দিয়েছি।

সংসদ সদস্যের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা প্রশংসা করেন। এ বিষয়ে স্থানীয় যুবক সাফিউল ইসলাম বলেন, গতকাল রাত আনুমানিক সাড়ে ৬ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে দুইজনের মৃত্যু হয়। সাথে সাথেই আমরা সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাকে ঘটনাস্থলে পেয়েছি। তিনি আমাদের কথাগুলো শুনে সাথে সাথেই একটা সমাধান করে দিয়েছেন। যা এর আগের কোন সংসদ সদস্যকে করতে দেখি নি। এটি নিসন্দেহে প্রশংসার দাবি রাখে।

উল্লেখ্য, বুধবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মহানগরীর সায়েরগাছা এলাকায় এই দুর্ঘটনায় ট্রেনের ধাক্কায় রিকশাচালকসহ এক যাত্রীর মৃত্যু হয়৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।