নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে দেশীয় তৈরি ৩টি আগ্নেয়াস্ত্রসহ সানোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। আজ মঙ্গলবার দুপুরে জয়পুরহাট র্যাব অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাতে উপজেলার দিলালপুর এলাকায় অভিযান চালিয়ে সানোয়ারকে গ্রেপ্তার করা হয়। সানোয়ার একটি ডাকাত দলের অন্যতম সদস্য। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে।
র্যাব-৫ জয়পুরহাটের কোম্পানি কমান্ডার মো. মোস্তফা জামান বলেন, সোমবার রাতে উপজেলার দিলালপুর এলাকায় অভিযান চালিয়ে সানোয়ারকে গ্রেপ্তার করা হয়। সানোয়ার হোসেন ও তাঁর সহযোগী ফরিদ উদ্দিনসহ ৬-৭ জনের একটি দল বিভিন্ন সময়ে নওগাঁর বিভিন্ন এলাকায় ডাকাতিতে অংশগ্রহণ করছে, এমন তথ্য পাওয়ার পর থেকে র্যাব তাঁদের গ্রেপ্তার কার্যক্রম শুরু করে। বিভিন্ন সময়ে তাঁদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। গতকাল সোমবার রাতে দিলালপুর এলাকায় অভিযান চালিয়ে সানোয়ারকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁর সহযোগী ফরিদ উদ্দিন পালিয়ে গেছে।
তিনি আরও বলেন, সানোয়ারকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্য অনুযায়ী তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। সে একজন ডাকাত। তাঁর বিরুদ্ধে ৫টি ডাকাতি মামলাসহ মোট ১১টি মামলা থাকলেও ৭টি মামলার তথ্য পাওয়া গেছে। ধামইরহাট থানায় সানোয়ারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।