• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ নারী মাদক কারবারী গ্রেফতার

প্রকাশ: শনিবার, ৮ জুন, ২০২৪ ১:৪০

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ নারী মাদক কারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) এর একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানার কোদালকাটি ভাড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে। শুক্রবার রাত ৮টার দিকে এ অভিযান চালায় মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা।

গ্রেফতারকৃতর নাম শাহানাজ বেগম (৪৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জের কোদালকাটি ভাড়পাড়ার রফিকুল ইসলামের স্ত্রী। তিনি একজন চিহ্নিত মাদক কারবারী বলে জানিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে জমি নিয়ে বিরোধে নারীকে হ’ত্যার ঘটনাসহ পৃথক মামলায় নারীসহ গ্রেপ্তার ১৫

আজ শনিবার দুপুরে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫ সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জের কোদালকাটি ভাড়পাড়া ভারতীয় সীমান্তবর্তী দূর্গম পদ্মার চর এলাকায় মাদক কারবারী নারী তার বাড়িতে হেরোইন রেখে বিক্রি করছে।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তার বাড়ি ঘেরাও করে। এসময় ওই বাড়ি থেকে শাহানাজ বেগমকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তার বাড়িতে তল্লাশী চালিয়ে ৪শ’ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

আরও পড়ুনঃ  বাংলাদেশকে বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল হিসেবে উপস্থাপন করতে চাই: ধর্ম উপদেষ্টা

তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে শাহানাজ বেগমের স্বামী পালিয়ে যায়। তারা স্বামী ও স্ত্রী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

আরও পড়ুনঃ  আইনি সহযোগিতার নামে তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক কারাগারে

র‌্যাব জানায়, তাদের বাড়ি দুর্গম এলাকায় হওয়ায় তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে হেরোইন ও ফেন্সিডিল আমদানি করে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে। গ্রেপ্তারের পর তাকে চাঁপাইনবাবগঞ্জ থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675