• ঢাকা, বাংলাদেশ
  • ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

কাজ পাচ্ছেন না স্বরা, দুষলেন পরিচালক-প্রযোজককে

প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪ ৭:৩৭

কাজ পাচ্ছেন না স্বরা, দুষলেন পরিচালক-প্রযোজককে

অনলাইন ডেস্ক : সামাজিক মাধ্যমে রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে মন্তব্য করতেন স্বরা ভাস্কর। আর সেই খেসারত নিজেই দিচ্ছেন অভিনেত্রী। তাকে নাকি ‘বিতর্কিত অভিনেত্রী’ হিসেবে দাগিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা বলেন স্বরা।

স্পষ্ট মতামত রাখার জন্য নাকি কাজ পাচ্ছেন না স্বরা। পরিচালক-প্রযোজকরা তার বিষয়ে নানা রকম কুমন্তব্য করছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ  ‘বহু পুরুষ নারীবাদের অর্থই জানেন না, তাই নারীরা ভয় পায়’, কোন প্রসঙ্গে বললেন অদা শর্মা?

তিনি বলেন, আমি কাজ ভালোবাসি এবং সেই জন্যই অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছি। আমি বিভিন্ন চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম।

খারাপ লাগে, সেই ভাবে সুযোগ পেলাম না। বিতর্কিত অভিনেত্রীর তকমা দেওয়া হয়েছে আমায়। পরিচালক, প্রযোজকরা আমার ব্যাপারে ভুল কথা বলছেন। ওদের কথায়, আমার নাকি একটা ভাবমূর্তি তৈরি হয়ে গেছে।

আরও পড়ুনঃ  বাবা মদ্যপ ছিলেন, আমাকে মারতেন : ঋতাভরী

স্বরা বলেন, খুব আঘাত পেয়েছি, কারণ অভিনয়টাই করতে চাইতাম। সেটাই করতে পারছি না।কিন্তু আমি ‘ভিক্টিম’-এর মতো আচরণ করতে চাই না।

এই পথ আমি নিজেই বেছে নিয়েছি। নিজের মতামত স্পষ্ট রাখব এটা আমি নিজেই ঠিক করেছিলাম। নীরব থাকতেই পারতাম। নিজের মতো প্রকাশ না করলে আমারই দমবন্ধ লাগত।

২০০৯ সালে ‘মধোলাল কিপ ওয়াকিং’ সিনেমা থেকে স্বরার অভিনয়ের সফর শুরু। এর পরেই তিনি হৃতিক রোশন ও ঐশ্বরিয়া রায় অভিনীত ‘গুজারিশ’ সিনেমায় অভিনয় করেছিলেন। ২০১৮ ‘বীর দি ওয়েডিং’ সিনেমায় তার একটি দৃশ্য ঘিরে বিতর্ক তৈরি হয়।

আরও পড়ুনঃ  সহশিল্পীরা আমার সঙ্গে কাজ করতে চাইত না : প্রভা

‘২০২১’-এ ‘শীর কোরমা’ ছবিতে তাঁকে শেষ দেখা গেছে। ২০২৩-এর ১৬ ফেব্রুয়ারি রাজনীতিবিদ ফাহাদ আহমেদকে বিয়ে করেন স্বরা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675