• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

দিনাজপু‌রে বাসচাপায় প্রাণ গেল মা-ছেলের

প্রকাশ: বুধবার, ১৯ জুন, ২০২৪ ১২:০৮

দিনাজপু‌রে বাসচাপায় প্রাণ গেল মা-ছেলের

অনলাইন ডেস্ক : দিনাজপু‌রের বীরগঞ্জ উপ‌জেলায় বাসচাপায় মা-ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুন) বিকেল সা‌ড়ে ৪টার দি‌কে উপ‌জেলার দলুয়া পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন- উপ‌জেলার সা‌তোর ইউনিয়‌নের প্রাণনগর গ্রা‌মের মাহবুব ইসলামের স্ত্রী খায়রুন নাহার (২৪) ও তার সাত মাস বয়সী সন্তান আবু জর গিফারী। আহতরা হ‌লেন- মাহবুব ইসলাম ও তার ছোট বোন সা‌দিয়া খাতুন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ভ্যানের সাথে ওড়না পেঁচিয়ে প্রতিবন্ধী নারীর মৃত্যু

প্রত‌্যক্ষদর্শীরা জানান, ঈদ উপল‌ক্ষ্যে মাহবুব তার স্ত্রী-সন্তান ও ছোট বোন‌কে নি‌য়ে বিকেল সা‌ড়ে ৪টার দি‌কে ভ‌্যা‌নে ক‌রে ঠাকুরগাঁও সদ‌রের সালান্দর এলাকায় শ্বশুরবা‌ড়ি‌তে বেড়া‌তে যা‌চ্ছি‌লেন। প‌থে দলুয়া পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছ‌ালে ঠাকুরগাঁও থে‌কে ছে‌ড়ে আসা দিনাজপুরগামী সাদা পতাকার এক‌টি দ্রুতগামী গেট‌লোক বাস বে‌পো‌রোয়া গ‌তি‌তে ওভার‌টে‌কিং কর‌তে গি‌য়ে ভ‌্যান‌টি‌কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই খায়রুন নাহার ও তার কোলের সন্তান আবু জর গিফারী মারা যায়।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে তিনজনকে গুলি করে হত্যা

মাহবু‌বের চাচা‌তো ভাই শাহরুল ইসলাম জানান, দুর্ঘটনায় তার ভা‌বির দু‌টি পা ও ভা‌তিজার এক‌টি পা বি‌চ্ছিন্ন হ‌য়ে যায়। এতে ঘটনাস্থ‌লেই তাদের মৃত‌্যু হয়। মাহবুব ও তার ছোট‌ বোনকে ঠাকুরগাঁও হাসপাতা‌লে পাঠা‌নো হয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ার সোনাতলায় পাঁচ দিনব্যাপী সন্যাসীর মেলা শেষ হলো

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতা‌লের চি‌কিৎসা কর্মকর্তা র‌কিবুল আলম ব‌লেন, মাহবুব ও তার বোন‌কে হাসপাতা‌লে ভ‌র্তি রেখে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে।

দিনাজপুরের দশমাইল হাইওয়ে থানা পুলিশের উপপ‌রিদর্শক নাজমুল ইসলাম ঢাকা পোস্টকে ব‌লেন, এ ঘটনায় বাসটি আটক করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675