• ঢাকা, বাংলাদেশ
  • ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বল ভেবে পরিত্যক্ত ককটেলে আঘাত, বিস্ফোরণে আহত ২ শিশু

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪ ১২:৫৪

বল ভেবে পরিত্যক্ত ককটেলে আঘাত, বিস্ফোরণে আহত ২ শিশু

অনলাইন ডেস্ক : যশোরের শার্শায় খেলার সময় পরিত্যক্ত ককটেল বোমা বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। বুধবার (১৯ জুন) বেলা ২টার দিকে শার্শার হরিনাপোতা গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু আকিনুল হাসান (১৩) হরিনাপোতা গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও আরেক শিশু মোসাম্মৎ মারিয়া (৭) একই গ্রামের মেহেদী হাসানের মেয়ে। দুই শিশুকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  জীবিকার তাগিদে চৈত্রের রোদে

স্থানীয়রা জানান, আকিনুল ও মারিয়া গ্রামের আলমগীর নামে এক ব্যক্তির বাড়ির উঠানে ক্রিকেট খেলছিল। এ সময় রাস্তার পাশে ঝোপের মধ্যে পড়ে থাকা পরিত্যক্ত ককটেল বোমাকে বল ভেবে ব্যাট দিয়ে আঘাত করে তারা। একপর্যায়ে বিস্ফোরণ ঘটলে ওই দুই শিশু মারাত্মক আহত হয়। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  ঈদের সকালে সড়কে ঝরল ৫ প্রাণ

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে আকিনুল ও মারিয়া নামে দুই শিশু আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

ঈদেও ফিলিস্তিনকে স্মরণ করছেন হামজা
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫ ১:৪৯
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675