• ঢাকা, বাংলাদেশ
  • ২রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪ ১১:১১

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

অনলাইন ডেস্ক : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ খেলছে বাংলাদেশ দল। গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিতে জিতে সুপার এইট নিশ্চিত করেছে টাইগাররা। আর সুপার এইটের নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ দল। এন্টিগায় সকাল সাড়ে ছয়টায় অজিদের মোকাবেলা করবে নাজমুল হোসেন শান্তর দল।

আরও পড়ুনঃ  বৃষ্টির পর পয়েন্ট ভাগাভাগি, সেমিফাইনালে অস্ট্রেলিয়া

চলতি বিশ্বকাপে টাইগার একাদশে খুব একটা পরিবর্তন দেখা যায়নি। কেননা প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সৌম্য সরকার খেলার পরে বাকি ম্যাচগুলোতে আর সুযোগ পাননি। তার বদলে দলে আসা জাকের আলি ছাড়া পরের তিন ম্যাচে ছিল না কোনো পরিবর্তন। একাদশে থাকা পেসারদের ভালো পারফরম্যান্সের কারণে সুযোগ মেলেনি শরিফুল ইসলামেরও।

আরও পড়ুনঃ  পাকিস্তানের খেলায় ক্ষুব্ধ জেলবন্দী ইমরান রান

সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসবে কি না এ বিষয়ে গতকাল সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘কন্ডিশন ও প্রতিপক্ষের ওপর নির্ভর করছে। তাদের (অস্ট্রেলিয়া) সীমাবদ্ধতাও আমরা আমলে নেব এবং অবশ্যই আমরা নিজেদের শক্তি বুঝে খেলব। (ম্যাচের আগে) এগুলোই ভাবা হবে।’

আরও পড়ুনঃ  মেসিকে যে কৌশল শিখিয়েছেন নেইমার

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য):

লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675