• ঢাকা, বাংলাদেশ
  • ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিকিনির ছবি শেয়ার করলেন তৃপ্তি, মুহূর্তেই ভাইরাল

প্রকাশ: শুক্রবার, ২১ জুন, ২০২৪ ৭:২৪

বিকিনির ছবি শেয়ার করলেন তৃপ্তি, মুহূর্তেই ভাইরাল

অনলাইন ডেস্ক : বড় পর্দায় উত্তাপ ছড়ানোর পর এবার বাস্তব জীবনেও একই ধারায় তৃপ্তি দিমরি। গ্রীষ্মের ছুটিতে ইতালি-আলবানিতে উড়ে গেছেন এ নায়িকা। ইতালিতে সময় কাটানোর পর আলবেনিয়ার একটি গ্রামে উত্তাপ ছড়িয়েছেন অভিনেত্রী।

তৃপ্তি আলবেনিয়া ভ্রমণ ডায়েরি থেকে ছবিগুলো পোস্ট করে ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়। এতে দেখা যায়, তিনি সূর্যের আলোয় নিজেকে ভেজাচ্ছেন, সমুদ্রে খেলছেন।

এদিকে বিকিনিতে ছবি শেয়ার করতেই তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

তৃপ্তি দিমরি আলবেনিয়ায় নিজের অবকাশকালীন বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। প্রথম কয়েকটি ছবিতে দেখা যায় তৃপ্তি বেছে নিয়েছেন একটি কালো বিকিনি টপ, একটি বেইজ র‍্যাপ-অ্যারাউন্ড মিনি স্কার্ট, ফ্লিপ ফ্লপ, একটি টাউপ বেসবল ক্যাপ, সানগ্লাস এবং একটি কালো শোল্ডার ব্যাগ।

আরও পড়ুনঃ  নারী মানেই দেহসর্বস্ব নয়, তাদের মধ্যে বুদ্ধিমত্তাও রয়েছে, এটা বোঝাতে আর কত যুগ কেটে যাবে: ঋতুপর্ণা

তৃপ্তি সৈকতে অন্য একটি বেড়াতে যাওয়ার জন্য ফিরোজা নীল বিকিনিও পরেছিলেন। বিকিনির উপরে রয়েছে স্প্যাগেটি স্ট্র্যাপ, নিচের অংশে সাইড রিবন টাই, লো ব্যাক এবং হাই স্লিট কাট-আউট। তিনি সানগ্লাস এবং হাফ-আপ, হাফ-ডাউন হেয়ারস্টাইলসহ সাঁতারের পোশাককে স্টাইল করেছেন। বাগানে হাঁটার সময় এই তারকা হলুদ বিকিনির উপরে পোশাক হিসাবে একটি সাদা ওভারসাইজ শার্ট পরেছিলেন।

আরও পড়ুনঃ  ‘বহু পুরুষ নারীবাদের অর্থই জানেন না, তাই নারীরা ভয় পায়’, কোন প্রসঙ্গে বললেন অদা শর্মা?

 

 

ছবিগুলোর শেষ সেটে দেখায় যায়, তিনি ইতালির একটি শহর সোরেন্টোতে ঘুরে বেড়াচ্ছেন৷ তার সানকিস করা সেলফি তে দেখা যায় সোরেন্টোতে সূর্যাস্ত উপভোগ করছেন। সোরেন্টোতে স্কুটারে চড়ার ছবি, সুস্বাদু মিষ্টি খাওয়া এবং আরও অন্যান্য কিছু ছবিও পোস্ট করেছেন।

অপর একটি ছবিতে দেখা যায় তিনি কালো-সাদা প্রিন্টেড পোশাক পরেছিলেন। ঢিলেঢালা পোশাকের সঙ্গে রেখেছিলেন মিনিমাল মেকআপ লুক।

আরও পড়ুনঃ  আব্বা বেঁচে থাকলে আনন্দটা দ্বিগুণ হতো : অরণী খান

৩০ বছর বয়সী এই অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল অ্যানিম্যাল সিনেমায়, যা মুক্তি পায় ২০২৩ সালে। ২০১৭ সালে তার প্রথম সিনেমা পোস্টার বয়েজ দিয়ে তার অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি।

তার প্রথম প্রধান চরিত্রে কাজ ছিল রোমান্টিক ট্র্যাজেডি সিনেমা লায়লা মজনু। ২০২৪ সালে তাকে ব্যাড নিউজ, ভুল ভুলাইয়া-৩ এবং ধড়ক ৩-তে দেখা যাবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675