• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাতে অস্ট্রেলিয়া-ভারতের ‘শেষ ম্যাচ’, সেমিতে যাবে কারা

প্রকাশ: সোমবার, ২৪ জুন, ২০২৪ ৫:০৩

রাতে অস্ট্রেলিয়া-ভারতের ‘শেষ ম্যাচ’, সেমিতে যাবে কারা

অনলাইন ডেস্ক : সুপার এইটের গ্রুপ ‘বি’ থেকে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে দুই দলের। দক্ষিণ আফ্রিকার পাশাপাশি শেষ চারে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। অন্যদিকে, গ্রুপ ‘এ’ থেকে এখনও সেমিফাইনাল নিশ্চিত হয়নি কোনো দলেরই। আজ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই জায়ান্ট ভারত ও অস্ট্রেলিয়া। সেন্ট লুসিয়ায় বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে মাঠে শুরু হবে ম্যাচটি।

সুপার এইটে দুই ম্যাচ খেলে দুটিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত। নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে আফগানিস্তানকে ৪৭ রানে ও বাংলাদেশকে ৫০ রানে হারিয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু তারপরও সেমিফাইনাল নিশ্চিত হয়নি ভারতের।

আরও পড়ুনঃ  রাতে দুবাইয়ে নামছে ‘নতুন’ বাংলাদেশ দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে জিতলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত হবে ভারতের। অবশ্য হেরে গেলেও সেমির সুযোগ থাকবে ভারতের সামনে। সেক্ষেত্রে বাংলাদেশের কাছে আফগানিস্তান হারলে, অস্ট্রেলিয়াকে নিয়ে সেমিতে খেলবে ভারত। আর যদি বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান জিতে যায়, তখন রানরেট বিবেচনা করতে হবে।

এই মুহূর্তে ২.৪২৫ রান রেট নিয়ে সবচেয়ে বেশি এগিয়ে ভারত। ০.২২৩ রান নিয়ে দ্বিতীয়স্থানে আছে অস্ট্রেলিয়া। -০.৬৫০ রান রেট নিয়ে তৃতীয়স্থানে আছে আফগানিস্তান। অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে না হারলেও, সেমিতে চলে যাবে ভারত।

তবে ভারতের কাছে অস্ট্রেলিয়া হারলে এবং বাংলাদেশের বিপক্ষে জিতলেই সেমিতে খেলবে আফগানিস্তান। আবার ভারতের কাছে অস্ট্রেলিয়া হারলেও, সেমির আশা টিকে থাকবে অজিদের। সেক্ষেত্রে বাংলাদেশের কাছে হারতেই হবে আফগানিস্তানকে। তখন বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের পয়েন্ট সমান ২ করে হবে। এরপর রানরেট বিবেচনা করা হবে তিন দলের। রান রেটে অন্য তিন দলের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। টাইগারদের রান রেট -২.০৪৮৯।

আরও পড়ুনঃ  ১০ বছরের মধ্যে সবচেয়ে বাজে অবস্থানে মুশফিক, ৭৭ করেও অবনতি শান্তর

সর্বশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল।
রান রেটের সমীকরণ নিয়ে না ভেবে ভারতের বিপক্ষে যে কোনো মূল্যে জয় চায় অস্ট্রেলিয়া। অজি অধিনায়ক মিচেল মার্শ বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে হেরে যাওয়াটা হতাশার। তবে যোগ্য দল হিসেবে জিতেছে আফগানরা। এখন আমরা পরের ম্যাচের দিকে তাকিয়ে আছি। ভারতের বিপক্ষে জিতে সেমিফাইনালে খেলতে চাই।’

আরও পড়ুনঃ  ফের কপাল পুড়ল ইসমাইলের, বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্সে যাচ্ছেন জহির

প্রথম দুই ম্যাচ জিতেও সেমিফাইনালে নিশ্চিত না হওয়ায় চিন্তা আছে ভারতেরও। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে টিম ইন্ডিয়া বলে জানান মিডল অর্ডার ব্যাটার শিবাম দুবে, ‘আমরা গ্রুপ পর্ব ও সুপাই এইটে ভালো ক্রিকেট খেলেছি। জয়ের ধারা অব্যাহত রাখতে আমরা আরও ভালো ক্রিকেট খেলতে চাই। অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালের খেলা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৩১ বার মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। এরমধ্যে ভারত ১৯টিতে এবং অস্ট্রেলিয়া ১১টিতে জিতেছে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের দিক থেকেও এগিয়ে ভারত। পাঁচবারের মোকাবিলায় তিনবার জিতেছে টিম ইন্ডিয়া।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675