ঢাকাWednesday , 26 June 2024
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

হিফজুল কোরআন ও ক্বিরাত প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারীদের সম্মাননা স্মারক প্রদান

subadmin
June 26, 2024 10:24 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: শহীদ এএইচএম কামারুজ্জামানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে হিফজুল কোরআন ও ক্বিরাত প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগর ভবনে সিটি হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের সচিব মোবারক হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর জাহের হোসেন, ৭নং সংরক্ষিত আসনের কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকা,দড়িখরবোনা মাদ্রাসার পরিচালক মুফতি আ: সবুর সাহেব, ভদ্রা জামালপুর মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, মিনহাজুল কুরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা গোলাম সারওয়ার, তানজিমুল কুরআন হিফজ মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মাসুদুর রহমান, কিরাত বিভাগের ওস্তাদ হাফেজ মাওলানা মনোয়ার হোসেন।
ক্বিরাত, হিফজুল কুরআন, আজান প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে/টিভি চ্যানেলে কৃতিত্ব অর্জনকারীরা হলেন, বুলনপুর মিনহাজুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার হাফেজ সাইফুর রহমান, রাজশাহী দারুস সালাম আ: মাদ্রাসার ওমর রাইয়ান ফারুকী, হাফেজ মিনহাজুল ইসলাম, কাশফুল কুরআন কাউন্ডেশন রাজশাহীর হাফেজ জাকিরুল হক জয়, হাফেজ ওলিউল্লাহ, হাফেজ হেমায়েতুল্লাহ তাহমিদ, জামেয়া দারুল আমান মাদ্রাসার হাফেজ সাইফুদ্দীন সিয়াম, মাউনজ ইউ: ইসলামি স্কুল (হেফজ শাখা) মোঃ আহনাফ হাসান, জামিউল উলুম ইসলামিয়া মাদ্রাসার হাফেজ আমির হামজা, তানযিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার হাফেজ আলী আহমাদ জিহান, হাফেজ তানজিম আহমেদ মাহী, হাফেজ তামিম ইকবাল, পদ্মা আবাসিক শাখার হাফেজ মুনাওয়ার হাসনাইন, রওজাতুস সালেহীন হাফেজ মাদ্রাসার হাফেজ হারুনুর রশীদ, হাফেজ সাব্বির আহমেদ, হাফেজ তরিকুল ইসলাম, হাফেজ মারুফ হাসান, মারকাজুল কুরআন ইন্টা: হিফজ মাদ্রাসার হাফেজ আব্দুল্লাহ আল নোমান, হাফেজ খালিদ বিন ওবাইদ, হাফেজ আব্দুল মোমিন, হাফেজ আবু সায়াদ, মাদ্রাসা ইমা:আতে ইসলাম আস সালাফিয়া রানী বাজার রাজশাহীর হাফেজ নাদিম মাহমুদ, নওহাটা মডেল মসজিদের মুয়াজ্জিন।
বিশেষ সম্মাননা ইসলামিক ফাউন্ডেশন জাতীয় ক্বিরাত, আজান, হামদ/নাত প্রতিযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৩ বার পুরস্কার প্রাপ্ত ও স্বর্ণ পদক প্রাপ্ত ক্বারী ও শিল্পী ক্বারী মুহা: মানোয়ার হুসাইন পদক প্রাপ্ত প্রায় সকলের প্রশিক্ষক ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।