• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পলাতক কিশোর গ্যাঙের সদস্য গ্রেফতার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ ৩:২৯

পলাতক কিশোর গ্যাঙের সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) একটি আভিযানিক দল বুধবার (২৬ জুন) সন্ধ্যা ৭ টায় নগরীর বোয়ালিয়া থানার নিউমার্কেট ষষ্ঠীতলায় অভিযান চালিয়ে মামলার ঘটনার সাথে জড়িত তদন্তেপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে। খবর বিজ্ঞপ্তির।
আসামী মতিহার থানার সাতবাড়িয়ার সাজ্জাদের ছেলে সাকিব খান (২২)।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায় যে, ১৮ জুন ২০২৪ রাত অনুমান ৮ টার দিকে ভিকটিম মো. জয়’কে মতিহার থানার চর সাতবাড়ীয়া নামক এলাকায় একা পেয়ে কয়েকজন কিশোর গ্যাং সদস্য পথরোধ করে গালিগালাজ শুরু করে।

আরও পড়ুনঃ  মঞ্চে আজহারী, অপেক্ষার প্রহর শেষ হলো চাঁপাইনবাবগঞ্জবাসীর

ভিকটিম প্রতিবাদ করলে ধৃত আসামিসহ অপর আসামিগণ দেশীয় ধরালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং লাঠি ও বাঁশ দিয়েও আঘাত করে। পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে মতিহার থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় কয়েকজন আসামি গ্রেফতার হলেও আরো কয়েকজন আসামি পালাতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৪

পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের সনাক্ত করে গ্রেফতার করার জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। ২৬/০৬/২৪ তারিখ ১৯০০ ঘটিকায়

আরও পড়ুনঃ  সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা আইন নিজের হাতে তুলে নেবে : সরকারের উদ্দেশে আজহারী

নগরীর বোয়ালিয়া থানাধীন নিউমার্কেট ষষ্ঠী তলা নামক এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

উক্ত ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।
মামলার ঘটনার সহিত জড়িত তদন্তেপ্রাপ্ত পলাতক আসামীকে মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675