স্টাফ রিপোর্টার : অন্যায় করলে যে শাস্তি পেতে হয়, তারই দৃষ্ট সিংড়া থানায় কর্মরত পুলিশ অফিসার (এএসআই) সেলিম তাকে নাটোরের সিংড়ায় এক অটোরিকশা চালককে মারধরের ঘটনায় নাটোর পুলিশ লাইন্সে লাইনে ক্লোজড করা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশে শনিবার (২৯ জুন) বিকেলে তাকে লাইনে ক্লোজড হয় বলে সিংড়া থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেলিম রেজা সিংড়া থানায় কর্মরত ছিলেন । ভূক্তভোগী রিকশা চালক হারুন আলী। তিনি সিংড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের বাইশা গ্রামের বাসিন্দা।
গত বৃহস্পতিবার (২৭ জুন) রাত ১১টার দিকে সিংড়া উপজেলা পরিষদ রোড এলাকার দেশ ফার্নিচার দোকানের সামনে রিকশা চালককে থামায়। এরপর এএসআই, এক পুলিশ কনস্টেবলসহ তিনজন তার রিকশায় উঠে বসেন। এবং তাদের সিংড়া বাসষ্ট্যান্ডে নিয়ে যেতে বলেন। এসময় চালক এএসআইকে বলেন, স্যার মিটারের তার সংযোগ লুচ হয়ে গেছে, গাড়ি যাচ্ছে না।
অনেক কষ্টে আমি হাত দিয়ে তার ধরে এ পর্যন্ত এসেছি। এরপর ভিডিওতে এসআই কে বলতে শোনা যায়, আরে বেটা আমি তোরে বলছি তুই যা, একে বারে কান ফাটাই ফেলাবো যা যা। এসময় অকথ্য ভাষায় চালককে গালিগালাজ করতে থাকেন। এক পর্যায় এসআই ক্ষুদ্ধ হয়ে তার হাতে থাকা টস লাইট দিয়ে চালকের মাথায় মারধর করতে থাকেন। পরে আবারও দ্বিতীয় দফায় চালকে মারধর করতে দেখা গেছে।এসময় চালকের কান্নায় আশপাশের লোকজন জড়ো হলে তাদের ধমক ও গালি দিয়ে সরিয়ে দেন এসআই। এরপর চালক ওই এএসআইসহ তিনজন রিকশায় নিয়ে চলে যান।
ওসি আবুল কালাম বলেন, বিষয়টি খুবই দু:খজনক। পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম (পিপিএম বার) স্যারের নির্দেশে এএসআই সেলিম রেজাকে পুলিশ লাইনন্সে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।