• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বানেশ্বর কলেজ মাঠে নাদিম মোস্তফার জানাজায় মানুষের ঢল

প্রকাশ: সোমবার, ১ জুলাই, ২০২৪ ৫:০৫

বানেশ্বর কলেজ মাঠে নাদিম মোস্তফার জানাজায় মানুষের ঢল

স্টাফ রিপোর্টার : রাজশাহী-৫ পুঠিয়া দুর্গাপুর আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ও বিএনপি নেতা মরহুম অ্যাডভোকেট নাদিম মোস্তফার জানাজায় বানেশ্বর কলেজ মাঠে মানুষের ঢল।

পুঠিয়া, বানেশ্বর, বেলপুকুর, চারঘাট, সারদা, নন্দনগাছী, বাঘাসহ বিভিন্ন এলাকার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ছাড়াও অন্য দলের নেতা-কর্মীরাও অংশ গ্রহণ করেন। মাইকিং করার পর থেকে সকাল ৯টার পর থেকে ১১টার মধ্যে হাজার, হাজার নেতা-কর্মীরা বিভিন্ন পরিবহণ যোগে অংশ গ্রহণ করেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশে ভারত-পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না : নাহিদ

সোমবার সকাল ১০ টায় দুর্গাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে, ১১ টায় পুঠিয়ার বানেশ্বর সরকারি কলেজ মাঠে এবং বেলা সাড়ে ১১ টায় পুঠিয়া সরকারি পিএন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বেলা ১১টার ঢাকা ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। তার জানাজায় অংশ নিয়ে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ।

আরও পড়ুনঃ  ‘লক্ষ্য ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়া’

আবু সাইদ চাঁদ বলেন, পুঠিয়া দুর্গাপুর যখন খুব অবহেলিত ছিল ঠিক তখন নাদিম মোস্তফার আবির্ভাব ঘটে। আপনারা জানের পুঠিয়া দুর্গাপুরে রাস্তা ঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদ নির্মান করেই তিনি উন্নয়নের প্রতিক ছিলেন। আমরা মনে করবো নাদিমের মৃত্যু হয়নি এই পুঠিয়া দুর্গাপুরের উন্নয়নেই তিনি জীবিত থাকবেন। এই উন্নয়নের কারণেই যেখানেই যাবে রাস্তা ঘাট, স্কুল, কলেজ নাদিমকে মনে করিয়ে দিবে।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত

‘নাদিম মোস্তফা অত্যন্ত ভালো মানুষ ছিলেন। মহান আল্লাহতায়ালার কাছে তার রূহের মাগফেরাত কামনা করছি, আল্লাহ যেন তাকে কবরে শান্তিতে রাখেন।

জানাজায় আরও অংশ নেন-পুঠিয়া দুর্গাপুর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

সর্বশেষ সংবাদ

মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
রোজার আগেই নেই বোতলজাত তেল খোলা সয়াবিন তেলেরও সঙ্কট
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
রাজশাহীতে রাষ্ট্র সংষ্কার আন্দোলনের সমঝোতা সংলাপ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675