হাফিজুর রহমান হাফিজ, পাবনা: পাবনা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস ব্যাডমিন্টন মাঠে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৩ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন পাবনা জেলার পুলিশ সুপার আকবর আলী মুন্সি মহোদয়। টুর্ণামেন্টে মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং এসআই অসিত কুমার বসাক, ডিবি, পাবনা এর টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
রানার্স আপ হয়েছে ঈশ্বরদী থানার টিম। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকনুজ্জামান সরকারসহ সার্কেলবৃন্দ ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের সকল ফোর্স ও অফিসারগণ উপস্থিত ছিলেন।