ঢাকাThursday , 17 September 2020
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

৯ কোম্পানির ১৭ জন পরিচালককে অপসারণের সিদ্ধান্ত***

Somoyer Kotha
September 17, 2020 6:30 pm
Link Copied!

স্বাধীনবাংলা, নিউজ ডেস্কঃ

ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থতার কারণে শেয়ারবাজারের তালিকাভুক্ত ৯ কোম্পানির ১৭ জন পরিচালককে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বৃহস্পতিবার এসব পরিচালককে অপসারণ–সংক্রান্ত আদেশে সই করেছেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম। আনুষ্ঠানিকতা শেষে আগামী রোববার পরিচালকদের অপসারণ–সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট কোম্পানির কাছে পাঠানো হবে।

তবে বিএসইসি সূত্রে জানা গেছে, যে ৯টি কোম্পানির ১৭ পরিচালককে অপসারণ করার উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো হলো বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি (বিজিআইসি), ইস্টার্ন ইনস্যুরেন্স, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, ইনটেক লিমিটেড, মেঘনা লাইফ ইনস্যুরেন্স, মার্কেন্টাইল ইনস্যুরেন্স, প্রভাতী ইনস্যুরেন্স, পূরবী জেনারেল ইনস্যুরেন্স ও ইউনাইটেড এয়ারওয়েজ।

সংশ্লিষ্ট সূত্র বলছে, শুরুতে ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ যে ৬১ পরিচালককে চিঠি দেওয়া হয়েছিল, তার মধ্যে ২৫ জন পরিচালক নির্ধারিত সময়ের মধ্যে বাজার থেকে শেয়ার কিনে আইন পরিপালন করেছেন। ১৯ জন পরিচালক শেয়ার কিনতে না পারায় পরিচালক পদ থেকে পদত্যাগ করেন। কিন্তু বাকি ১৭ জন শেয়ারও কেনেননি, আবার পদেও রয়ে গেছেন। তাই এসব পরিচালককে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, পরিচালকদের এককভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণ ছাড়াও উদ্যোক্তা–পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের আলটিমেটাম দিয়ে আলাদা চিঠি দেয় বিএসইসি। এর মধ্যে ২ শতাংশ শেয়ার ধারণের আলটিমেটাম শেষ হলেও ৩০ শতাংশ শেয়ার ধারণসংক্রান্ত আলটিমেটাম এখনো শেষ হয়নি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।