ঢাকাTuesday , 9 July 2024
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ৩৫ কোটি টাকা ফেরত পেতে কৃষকদের মানববন্ধন

subadmin
July 9, 2024 9:18 pm
Link Copied!

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলার সবচেয়ে বড় ধান-চাল ব্যবসায়ী ওসমান এগ্রো প্রাইভেট লিমিটেডের মালিকের কাছ থেকে পাওনা ৩৫ কোটি টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ধান-চাল ব্যবসায়ী ও কৃষকরা। মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ব্যবসায়ী ও কৃষকরা এই মানববন্ধন করেন।
মানববন্ধনে ব্যবসায়ী ও কৃষকরা বলেন, ধান-চাল ব্যবসায়ী ওসমান গনীর কাছ থেকে ব্যবসায়িক লেনদেনের সুবাদে প্রায় ২৫০ জন ক্ষুদ্র ধান ও চাল ব্যবসায়ী ও কৃষক প্রায় ৩৫ কোটি টাকা পাওনা রয়েছে। কিন্তু তিনি টাকা না দিয়ে লাপাত্তা হয়ে হঠাৎ করে নিজেকে দেউলিয়া দাবি করেছেন। অথচ রাজধানী সহ বিভিন্ন জায়গায় তার অঢেল সম্পদের পাহাড় রয়েছে। তাই অবিলম্বে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে পাওনাদারদের টাকা ফেরত দেওয়ার দাবি জানান প্রশাসনের কাছে।
পরে ভুক্তভোগীরা ওসমান গণির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাদের টাকা ফেরতের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
ভুক্তভোগী বেলাল ইসলাম বলেন আমর ২ কোটি ৮৫ লাখ টাকা সামিউল ১ কোটি ৩৬ লাখ টাকা এম এস ট্রাভেলসের স্বত্বাধিকারী মো. ইমরান ১৬ লাখ ৫৮ হাজার ৫৬০ টাকা মো. মোজাম্মেল হক প্রামাণিক ৯ লাখ টাকা আরো অনেকেই আছেন এই তালিকায়।
উল্লেখ্য এবছর জানুয়ারি মাসে হঠাৎ করে পূর্বপরিকল্পিত ভাবে নিজেকে দেউলিয়া ঘোষণা করে গাঢাকা দিয়ে ঢাকায় বসে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।