• ঢাকা, বাংলাদেশ
  • ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নগরীতে একাত্তর ভূমি মালিক পেলেন প্রায় ২৮ কোটি ৪২ লাখ টাকার ক্ষতিপূরণের চেক

প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪ ৪:৩১

নগরীতে একাত্তর ভূমি মালিক পেলেন প্রায় ২৮ কোটি ৪২ লাখ টাকার ক্ষতিপূরণের চেক

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত ৭১ জন ভূমি মালিকদের মাঝে ২৮ কোটি ৪১ লাখ ৪৩ হাজার ৭৯৬ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক শামীম আহমেদ। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার।

আরও পড়ুনঃ  সাঁথিয়ায় সড়কে গাছ ফেলে কয়েকটি গাড়িতে ডাকাতি

আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মিথিলা দাস।
এসময় জেলা প্রশাসক শামীম আহমেদ বলেছেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ করা হয়ে থাকে। এক্ষেত্রে ভূমি মালিকদের ক্ষতি পূরণ বাবদ ভূমির মূল্যের তিন গুণ টাকা দেয়া হয়ে থাকে। বর্তমানে ভূমি অধিগ্রহণ শাখায় কর্মরত কর্মকর্তারা অত্যন্ত সৎ ও দক্ষ।

দালালের খপ্পর থেকে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদেরকে সবসময় দূরে রাখতে তারা সবসময় সতর্ক রয়েছে। সেই লক্ষ্যে অধিগ্রহনকৃত ভূমির ক্ষতিগ্রস্ত ভূমি মালিকের দোরগোড়ায় গিয়ে ক্ষতি-পূরণের চেক বিতরণ করা হচ্ছে। হয়রানি ও ভোগান্তির শিকার হলে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  ধামইরহাটে সরকারি জমির মাটি কাটায় জরিমানা

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার জানান, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণ প্রকল্পের আওতায় ৬০ জন এবং আরও ৫ টি প্রকল্পের আওতায় মোট ৭১ জন ভূমি মালিকদের ক্ষতি পূরণের চেক প্রদান করা হয়েছে।

আরও পড়ুনঃ  ডাক্তার আসছেন বলে ১২ ঘণ্টা অপেক্ষা করানোর পর গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু

এই ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে ২৮ কোটি ৪১ লাখ ৪৩ হাজার ৭৯৬ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রকৃত ভূমি মালিকদেরকে যাতে কোন দালালের রোষানলে পড়তে না হয় সে বিষয়ে জেলা প্রশাসন কঠোর নজরদারীতে রয়েছে। শুধু ক্ষতিপূরণের চেক বিতরণ নয়, প্রত্যেকটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675