• ঢাকা, বাংলাদেশ
  • ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

শ্রোতাদের নিরাশ করতে চান না আঁখি আলমগীর

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪ ১:০১

শ্রোতাদের নিরাশ করতে চান না আঁখি আলমগীর

অনলাইন ডেস্ক : সংগীত জগতের জনপ্রিয় গায়িকা আঁখি আলমগীর। তার সুরের জাদুতে বরাবরই মুগ্ধ হন শ্রোতা-দর্শকরা। একসময় নিয়মিত গান প্রকাশ করতেন তিনি। তবে বেশ কয়েক বছর ধরে একেবারেই কম গান করছেন আঁখি।

সর্বশেষ চলতি বছর ৩১ মার্চ শওকত আলী ইমনের সঙ্গে ‘কফির পেয়ালা’ শিরোনামের গান প্রকাশ করেছিলেন তিনি। গানটি মুক্তির পর প্রশংসাও কুড়িয়েছে সমালোচকদের। কিন্তু এরপর আর কোনো গান প্রকাশ করতে দেখা যায়নি তাকে।

আরও পড়ুনঃ  ‘পুরুষতন্ত্রের শিকার নারীরাই মেয়েদের বাধাগ্রস্ত করেন’

নতুন গানের প্রস্তাব দিলেও নিচ্ছেন সময়। সম্প্রতি বিষয়টি নিয়ে দেশের এক গণমাধ্যমে কথা বলেছেন আঁখি। গায়িকা বলেন, গান তো প্রকাশ করলে যখন-তখন করা যায়। কয়েকটি গান তৈরিই আছে। কিন্তু বেশ কিছু কারণে প্রকাশ করছি না।

আরও পড়ুনঃ  ‘বহু পুরুষ নারীবাদের অর্থই জানেন না, তাই নারীরা ভয় পায়’, কোন প্রসঙ্গে বললেন অদা শর্মা?

একে তো এখন অস্থির সময় চলছে, শ্রোতারা ট্রেন্ডি গানে মজে আছে। তারা আগে শান্ত হোক, তারপর নতুন গান। তিনি আরও বলেন, আমরা চাইলেও তো সস্তা কথার গান করতে পারব না।

চলতি কথার গান এক ধরনের আর সস্তা কথার গান আরেক ধরনের। এমনিতে বেছে বেছে কাজ করতে পছন্দ করি। একটা শ্রোতামহলও আছে আমার। তাদের নিরাশ করতে চাই না।

আরও পড়ুনঃ  ১৩৮ কোটি টাকায় কারখানা খুলতে চেয়েছিলেন সোনা পাচারে অভিযুক্ত সেই অভিনেত্রী

বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন আঁখি। সেখানে কয়েকটি স্টেজ শোতে অংশ নেবেন এই গায়িকা। তার কিছু শ্রোতাপ্রিয় গান হচ্ছে- ‘নিশিথে আইসো ফুলবনে’, ‘বাবুজি’, ‘শ্যাম পিরিতি’সহ আরও গান।

শ্রোতারা এখনও মুগ্ধ হয়ে শোনে গানগুলো।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675