• ঢাকা, বাংলাদেশ
  • ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মারা গেছেন অভিনয় ও আবৃত্তিশিল্পী ক্যামেলিয়া মোস্তফা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪ ১২:০১

মারা গেছেন অভিনয় ও আবৃত্তিশিল্পী ক্যামেলিয়া মোস্তফা

অনলাইন ডেস্ক: একসময়ের আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী ক্যামেলিয়া মোস্তফা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা সাজু খাদেম।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্ট দিয়ে অভিনেতা সাজু খাদেম লেখেন,‘ চলে গেলেন অভিনয় ও আবৃত্তি শিল্পী ক্যামেলিয়া।’

আরও পড়ুনঃ  অপুর ইঙ্গিতপূর্ণ পোস্ট, নিশানায় বুবলী!

অনেকেই ক্যামেলিয়া মোস্তফাকে প্রয়াত অভিনেতা গোলাম মুস্তফার মেয়ে এবং অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার বোন বলে জানেন। মূলত তিনি দেশের প্রখ্যাত কথাসাহিত্যিক শামসুদ্দীন আবুল কালামের মেয়ে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। গণমাধ্যমকে অভিনেতা সাজু জানান, এদিন সকালে ঢাকার মহাখালীর একটি হাসপাতালে মৃত্যু হয়েছে ক্যামেলিয়া মোস্তফার।

আরও পড়ুনঃ  আমি বুড়া হয়ে যাচ্ছি, তো আপনাদের কি?

কন্যাসন্তান ক্যামেলিয়ার জন্মের পর বিবাহবিচ্ছেদ হয় শামসুদ্দীন আবুল কালাম ও হোসনে আরা রিজু দম্পতির। এরপর অভিনেতা গোলাম মুস্তাফার সঙ্গে বিয়ে হয় হোসনে আরা রিজুর। তারপর মুস্তাফা পরিবারেই বেড়ে উঠেছেন ক্যামেলিয়া মোস্তাফা।

আরও পড়ুনঃ  নারী মানেই দেহসর্বস্ব নয়, তাদের মধ্যে বুদ্ধিমত্তাও রয়েছে, এটা বোঝাতে আর কত যুগ কেটে যাবে: ঋতুপর্ণা

উল্লেখ্য, ক্যামেলিয়া মোস্তফা একসময় আবৃত্তি করতেন। এছাড়া অভিনয়ও করতেন তিনি। পরে পাড়ি জমান দেশের বাইরে। কিছুদিন হয় দেশে ফিরেছিলেন এ আবৃত্তিশিল্পী।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675