স্বাধীনবাংলা, স্টাফ রিপোর্টার:
স্থলবন্দরে আটকে থাকা ভারতীয় পেঁয়াজ আসায় পাইকারী বাজারে সব ধরনের পেঁয়াজের দাম কেজিতে ৮ থেকে ১০ টাকা কমেছে। কারওয়ান বাজারে দেশি পেঁয়াজের পাইকারি দর ৭০ থেকে ৭২ টাকা। ভারতীয় পেঁয়াজ ৫২ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ পর দেশে পেঁয়াজের বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। ফলে পেঁয়াজের বাজার নিয়ে আর আতঙ্ক নেই, উদ্বেগ কমেছে ভোক্তাদের। দেশব্যাপী বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে কেজি প্রতি প্রায় ১০-১৫ টাকা দাম কমেছে পণ্যটির। ফলে আরও দাম কমার অপেক্ষায় ক্রেতা সমাগম নেই বাজারে। একই সঙ্গে মিয়ানমার থেকে পেঁয়াজ আসা শুরু হয়েছে।
গতকাল খুচরা বাজারে এলাকা ভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮৫ থেকে ১০০ টাকা। ভারতীয় পেঁয়াজ পাওয়া যাচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।