ঢাকাThursday , 18 July 2024
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

প্যারিস অলিম্পিকে বাংলাদেশের পতাকা সাগরের হাতে

subadmin
July 18, 2024 5:14 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর অলিম্পিক। প্যারিস অলিম্পিকের প্রতিযোগিতা ২৪ জুলাই থেকে শুরু হবে, তবে আনুষ্ঠানিক উদ্বোধন ২৬ জুলাই। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক দেশ মার্চ-পাস্টে অংশগ্রহণ করে। প্যারিস অলিম্পিকের উদ্বোধনীতে বাংলাদেশ কন্টিনজেন্টের পতাকা বহন করবেন আরচ্যার সাগর ইসলাম।

প্যারিস অলিম্পিক উপলক্ষ্যে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আজ (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলন আয়োজন করে। সেই সম্মেলনে আরচ্যার সাগর ইসলামকে পতাকা বহনের বিষয়টি জানানো হয়। বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা আরচ্যার সাগর ইসলামকে নির্বাচনের কারণ সম্পর্কে বলেন, ‘আরচ্যার সাগর সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে। এজন্যই তাকে আমরা পতাকা বহন করার জন্য নির্বাচিত করছি।’

অলিম্পিকের মতো আসরে পতাকা বহন করা অত্যন্ত সম্মানের। আরচ্যার সাগর সরাসরিই অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশের সম্মান বৃদ্ধি করেছেন। বিওএ সাগরকে পতাকা বহনের সুযোগ দিয়ে সম্মান জানাল। আরচ্যার সাগরও বেশ উচ্ছ্বসিত, ‘অলিম্পিকে বাংলাদেশের পতাকা বহন করা অত্যন্ত গৌরবের। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন আমাকে এই সুযোগ দেওয়ায় ধন্যবাদ।’

প্যারিস অলিম্পিকে আরচ্যার সাগর, দুই সাঁতারু সোনিয়া ও রাফি, শ্যুটার রবিউল ও অ্যাথলেট ইমরানুর রহমান অংশগ্রহণ করবেন। পতাকাবাহনকারী নির্বাচনের ক্ষেত্রে বিওএ উদ্বোধনী অনুষ্ঠানের পরদিন খেলা আছে কি না এটাও বিবেচনা করে। উদ্বোধনী অনুষ্ঠানে অনেক আনুষ্ঠানিকতা থাকে। পরদিন খেলা থাকলে সেই ক্রীড়াবিদকে পতাকা বহন বা মার্চ-পাস্টে নেওয়া হয় না। আরচ্যার সাগরের খেলা উদ্বোধনী অনুষ্ঠানের আগেরদিন। ২৫ জুলাই সাগর রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে র‌্যাঙ্কিং রাউন্ডে আসলে আসতে পারলে তার পরবর্তী রাউন্ডের খেলা ৩০ জুলাই। ফলে সাগরকে বিবেচনা করতে সমস্যা হয়নি বিওএ’র। ২০২০ টোকিও অলিম্পিকে বাংলাদেশের পতাকা বহন করেছিলেন সাঁতারু আরিফ ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।