ভোমরা স্থলবন্দর দিয়ে ১০০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ নিয়ে ৪টি ট্রাক প্রবেশ করেছে। অনুমতিপত্র না পাওয়ায় হিলি ও বেনাপোল দিয়ে কোনো পেঁয়াজ আসেনি।
রোববার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ৫টি ট্রাক ১০৮ টন পেঁয়াজ নিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢোকে। এ নিয়ে দুই দিনে এই বন্দর দিয়ে মোট ৮২৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ এসেছে। এর আগে পাঁচদিন বন্ধ থাকার পর শনিবার আগের এলসি করা ৭২২ টন পেঁয়াজ নিয়ে ৩১টি ট্রাক ভোমরা স্থলবন্দরে প্রবেশ করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।