স্বাধীনবাংলা, স্টাফ রির্পোটার:
দুর্নীতি মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের জামিন বিষয়ে আদেশ আগামী রোববার। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রায়ের অনুলিপি না আসায় অর্থপাচারের দুই মামলায় রফিকুল আমিনের জামিন শুনানি পিছিয়ে আজকের দিন নির্ধারণ করেন আপিল বিভাগ। আর গত ২০ আগস্ট অর্থপাচারের দুই মামলায় রফিকুলের জামিন খারিজ করে দেন হাইকোর্ট।
একইসঙ্গে বিচারিক আদালতকে মামলা দুটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দেন আদালত। পরে ওই আদেশের বিরুদ্ধে রফিকুল আপিল বিভাগে আবেদন জানান।
রফিকুল আমিনের বিরুদ্ধে ২০১২ সালে কলাবাগান থানায় অর্থপাচারের অভিযোগে দুটি মামলা করে দুদক। তার বিরুদ্ধে সাধারণ বিনিয়োগকারীদের অর্থ অন্যত্র স্থানান্তরের অভিযোগ আনা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।