• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নওগাঁয় গ্রাহকের সাড়ে তিন কোটি টাকা নিয়ে লাপাত্তা সমবায় সমিতি, কার্যালয়ে তালা

প্রকাশ: রবিবার, ২৮ জুলাই, ২০২৪ ১২:৫৭

নওগাঁয় গ্রাহকের সাড়ে তিন কোটি টাকা নিয়ে লাপাত্তা সমবায় সমিতি, কার্যালয়ে তালা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় দুই শতাধিক গ্রাহকের সাড়ে তিন কোটি টাকা নিয়ে উধাও হয়েছে আল-আরাফাহ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি নুরুজ্জামান প্রামাণিক। উপজেলার সতীহাট অফিসে গ্রাহকের কাছ থেকে আমানত সংগ্রহ করে টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলা সমবায় অফিসের মাধ্যমে নিবন্ধন নিয়ে সঞ্চয় ও ঋণদান কার্যক্রম পরিচালনা করে আসছিলেন তিনি। এঘটনায় শুক্রবার বিকেলে সমিতি কার্যালয়ে তালা দিয়েছে ভুক্তভোগী বিক্ষুব্ধ গ্রাহকরা।
নওগাঁয় ব্যাঙের ছাতার মতো নামে-বেনামে গড়ে ওঠা এই সকল সমিতি প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষদের পকেট ফাঁকা করে কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা হলেও প্রশাসনের তেমন একটা ভূমিকা নেই।
এখন পর্যন্ত গত এক বছরে শতাধিক সমবায় সমিতি নামক সুদের ব্যবসা প্রতিষ্ঠান উধাও হয়ে গেলেও র‌্যাবের তৎপরতায় মাত্র কয়েকটি সমিতির প্রধান কর্তাব্যক্তিদের অভিযান চালিয়ে আটক করে আইনের হাতে সোর্পদ করতে সক্ষম হয়েছে।
আর সাধারণ মানুষ বলছেন অর্থের বিনিময়ে সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে আঁতাত করে সমবায় সমিতির নামে লাইসেন্স এনে গ্রামের নিরীহ সাধারণ মানুষদের লোভের ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হলেও সরকারের পক্ষ থেকে তেমন একটা কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় না। যদি প্রশাসনের নিয়মিত মনিটরিং ব্যবস্থা থাকতো তাহলে হয়তো বা এমন ঘটনা খুব কমই হতো বলে মনে করছেন সচেতন মহল।
গ্রাহকদের অভিযোগ, প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটির সভাপতি বেশি মুনাফার লোভ দেখিয়ে ব্যাংকের আদলে আমানত গ্রহণ করে গ্রাহকদের প্রতি মাসে লভ্যাংশ দিতে থাকে। শুরুর দিকে নির্দিষ্ট মেয়াদ শেষে আমানতের বিপরীতে গ্রাহকদের লভ্যাংশের টাকা নিয়মিত দিয়ে আসছিল প্রতিষ্ঠানটি, কিন্তু তিন-চার মাস ধরে গ্রাহকদের আমানত ফেরত ও লভ্যাংশের টাকা প্রদানে টালবাহানা করতে থাকেন।
আমানতের টাকা ফেরতে গ্রাহকেরা চাপ দিতে থাকলে লাপাত্তা হন সংস্থার সভাপতি নুরুজ্জামান প্রামানিক। এখন আমানতের টাকা ফেরতের জন্য প্রতিদিনই গ্রাহকরা সমিতির কার্যালয়ের সামনে ভিড় করছেন।
শ্রীরামপুর গ্রামের ভুক্তভোগী কামরুন্নাহার সুইটি বলেন, আমার স্বামী অনেক কষ্টে অর্জিত ১২ লক্ষ টাকা আল-আরাফাহ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতিতে আমানত রেখেছিলেন। গত ৩ মাস ধরে আমরা কোন লভ্যাংশ পাচ্ছি না। আমাদের আমানতের টাকাও ফেরত দিচ্ছে না।
নারায়ণপুর (পালপাড়া) গ্রামের বিশ্বনাথ দাস কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার মেয়ের বিয়ের জন্য এই সমিতিতে আমি ৪ লক্ষ ৬০ হাজার টাকা আমানত রেখেছিলাম। সমিতির সভাপতি আমানতের টাকা আজ দিবে কাল দিবে বলে গত পাঁচ মাস থেকে আমাকে ঘুরাচ্ছে। টাকা হাতে না পাওয়ার কারণে আমার মেয়ের বিয়ে ভেঙে গেছে।
এছাড়াও নওগাঁ সদর উপজেলার পয়না গ্রামের কুলসুম বেগমের ৪ লক্ষ, মান্দা উপজেলার জহুরা ১লক্ষ ৩০ হাজার, সফিকুল ইসলাম ৫ লক্ষ ৭০ হাজার, আ. সালাম ১১ লক্ষ সহ প্রায় দুই শতাধিক গ্রাহকের আমানতের সাড়ে তিন কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে সমবায় সমিতিটি।
প্রতিষ্ঠানটির সাবেক ডিজিএম রুবেল হোসেন বলেন, আমি অত্র প্রতিষ্ঠানে কর্মরত ছিলাম। বিগত ৩/৪ মাস পূর্বে আমাকে জোর পূর্বক চাকুরিচ্যুত করা হয়। পরবর্তীতে কর্মরত সকলকেই চাকুরি হতে অব্যহতি প্রদান করেন সমিতির সভাপতি নুরুজ্জামান প্রামানিক।
আল-আরাফাহ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি নুরুজ্জামান প্রামানিকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675