• ঢাকা, বাংলাদেশ
  • ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ডলারের নির্ধারিত দর নিয়ে চাপে বেশিরভাগ ব্যাংক

প্রকাশ: বুধবার, ১ জুন, ২০২২ ৮:২১

ডলারের নির্ধারিত দর নিয়ে চাপে বেশিরভাগ ব্যাংক

নির্ধারিত দরে ডলার বেচাকেনা নিয়ে চাপে পড়েছে বেশিরভাগ ব্যাংক। বিশেষ রেমিট্যান্স ও রপ্তানিকারকদের কাছ থেকে অনেক ক্ষেত্রে নির্ধারিত দরে ডলার কিনতে পারছে না তারা। ফলে আমদানিতেও নির্ধারিত দরে ডলার বিক্রি করতে পারছে না অনেক ব্যাংক।

যদিও কেন্দ্রীয় ব্যাংকের কঠোর তদারকির ফলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বসে ব্যাংকগুলো যে দর দিয়েছে, সে দামই ঘোষণা করছে। এদিকে, সরবরাহ বাড়াতে বাজারে রিজার্ভ থেকে মঙ্গলবার আরও ১২ কোটি ৩০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে চলতি অর্থবছর বিক্রির পরিমাণ দাঁড়াল ৫৯৫ কোটি ৮০ লাখ ডলার।

আরও পড়ুনঃ  সৌদির সাথে মিল রেখে পুঠিয়ার একটি গ্রামে ঈদ পালন

ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন সমকালকে বলেন, বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের দর ছাড়াও অনেক ধরনের ইস্যু আছে। এ মুহূর্তে দরের পাশাপাশি শৃঙ্খলা ফেরানো জরুরি। বাংলাদেশ ব্যাংক সবাইকে নিয়ে শৃঙ্খলা ফেরানোর যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসার দাবি রাখে।

আরও পড়ুনঃ  নগরীতে ঈদে নাশকতার কোনো শঙ্কা নেই: র‍্যাব-৫

বেসরকারি একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সমকালকে বলেন, রেমিট্যান্সের ক্ষেত্রে দর নির্ধারণ করা হয়েছে ৮৯ টাকা ৭৫ পয়সা। তবে বর্তমান পরিস্থিতিতে রেমিট্যান্সে দর হওয়া উচিত ৯২ টাকা। এর সঙ্গে প্রণোদনার আড়াই শতাংশ যোগ করলে গ্রাহক ৯৪ টাকা ৫০ পয়সা পাবেন। এতে অপ্রাতিষ্ঠানিক চ্যানেলের সঙ্গে দরে কিছুটা সামঞ্জস্যতা আসবে। এ ছাড়া আমদানিতে ৮৯ টাকা ৯৫ পয়সার পরিবর্তে অন্তত ৯৩ টাকা এবং রপ্তানিকারকদের জন্য ৮৮ টাকা ১৫ পয়সার পরিবর্তে ৯১ টাকা দর ঠিক করা উচিত। তাহলে ব্যাংকগুলো সহজে দর কার্যকর করতে পারবে।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১

জানা গেছে, রপ্তানিকারকদের কেউ কেউ গতকাল নির্ধারিত দরে ডলার বিক্রি করলেও একটি অংশ ধরে রেখেছে। তারা নগদায়ন করেনি। এমন পরিস্থিতিতে এক্সপোর্টার্স রিটেনশন কোটার (ইআরকিউর) ক্ষেত্রে নতুন নির্দেশনা দেওয়া হতে পারে।

সর্বশেষ সংবাদ

ঈদেও ফিলিস্তিনকে স্মরণ করছেন হামজা
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫ ১:৪৯
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675