• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

শিক্ষার্থীদের ইন্ধনের অভিযোগে নাটোর সিটি কলেজের অধ্যক্ষ গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪ ৫:৫০

শিক্ষার্থীদের ইন্ধনের অভিযোগে নাটোর সিটি কলেজের অধ্যক্ষ গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি : শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনে পুলিশের ওপর হামলায় শিক্ষার্থীদের ইন্ধন দেওয়ার অভিযোগে নাটোর সিটি কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার(২৯জুলাই) সন্ধ্যায় নাটোরের আদালত থেকে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  চকরিয়া থানার সেই ওসিকে বদলি

এর আগে রোববার দুপুর ১২টায় কলেজ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি নাটোর জেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ সুত্রে জানা গেছে, শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের পর সহিংসতা, নাশকতা ও সংঘর্ষের অভিযোগে জেলার বিভিন্ন থানায় দায়ের করা আটটি মামলায় সোমবার পর্যন্ত শিক্ষার্থীসহ বিএনপি, জামায়াত ও ছাত্রশিবিরের ১১৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ  ধামইরহাটে সরকারি জমির মাটি কাটায় জরিমানা

এ বিষয়ে পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, নাটোরে পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রদের ইন্ধন দেওয়ার অভিযোগে অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে আদালতের মাধ্যমে তাকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে জাতীয় ভোটার দিবস পালিত

পুলিশ সুপার বলেন, জেলার বিভিন্ন থানায় দায়ের করা ৮ মামলায় এ পর্যন্ত ১১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675