• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বগুড়ায় বিএনপির সাধারণ সম্পাদক ৪ দিনের রিমান্ডে

প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪ ৯:০৪

বগুড়ায় বিএনপির সাধারণ সম্পাদক ৪ দিনের রিমান্ডে

বগুড়া প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলন চলাকালে বগুড়ায় আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগের মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা এই রিমান্ড মঞ্জুর করেন।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা নজরুল ইসলাম এতথ্য নিশ্চিত করে বলেন, ‘গত ২২ জুলাই রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়।
আদালত বুধবার রিমান্ড আবেদন শুনানির দিন ধার্য করেন। সে অনুযায়ী বুধবার শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে কয়েক হাজার শিক্ষার্থী বগুড়া শহরের সাতমাথায় বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনাসহ জেলা আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনার সাত দিন পর বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক খালেকুজ্জামান রাজা।
ওই মামলায় জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাসহ ৮৭ জনকে আসামি করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675