• ঢাকা, বাংলাদেশ
  • ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ

প্রকাশ: রবিবার, ৪ আগস্ট, ২০২৪ ৪:২৩

সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ

অনলাইন ডেস্ক : সারাদেশে কোটা আন্দোলন সহিংস রূপ ধারণ করায় আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রোববার সন্ধ্যা ৬টা থেকে ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ থাকবে।

আরও পড়ুনঃ  চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু।

আরও পড়ুনঃ  রমজানে মেট্রোরেলে ২৫০ মিলি পানি নেওয়া যাবে

কোটা আন্দোলনে সহিংসতার মধ্যে গত ১৯ জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করে সরকার। পরে ধীরে শিথিল করা হয়। সবশেষ শনিবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে রোববার থেকে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়।

আরও পড়ুনঃ  ঢাকা জেলার সাহরি ও ইফতারের সময়সূচি ২০২৫

কিন্তু কোটা আন্দোলনকারীদের এক দফা কর্মসূচিতে সারাদেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে আবার অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করা হলো।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675