• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান

প্রকাশ: শনিবার, ১০ আগস্ট, ২০২৪ ৬:৩১

সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান

জয়পুরহাট প্রতিনিধি : সঠিক তথ্য-উপাত্তসহ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর মেজর মো. রেজা আহমেদ। শনিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট সদরে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প যুব উন্নয়ন ভবনের একটি কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, সত্য সংবাদ পরিবেশনে আপনারা হয়তো বাধার সম্মুখীন হয়েছেন। এখন সেটি নিয়ে ভাববেন না। আপনারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবেন।

আরও পড়ুনঃ  টেকনাফে অপহরণের শিকার ১ জনকে উদ্ধার নৌবাহিনীর

মেজর রেজা আরও বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে জয়পুরহাটের বিভিন্নস্থানে বিশৃঙ্খলার ঘটনা ঘটছে, সেসব বিষয় নিয়ে আমরা কাজ করছি, যাতে কেউ বিশৃঙ্খলা করতে না পারে। অনেকেই আমাদের ক্যাম্পে এসে লিখিত অভিযোগও করছেন। এ ছাড়া সদর উপজেলা আমরা এই ক্যাম্প থেকে পর্যবেক্ষণ করছি। আর জেলার চারটি উপজেলায় আলাদাভাবে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। তারা সার্বক্ষণিক সেখানে অবস্থান করবেন। পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। আমরা তাদের সহযোগিতা করছি।

আরও পড়ুনঃ  দলীয় নয়, অপরাধ বিবেচনায় প্রশাসন ব্যবস্থা নেবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাভিশনের জেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, দিপ্ত টিভির জেলা প্রতিনিধি মাসুদ রানা, এসএ টিভির জেলা প্রতিনিধি সোহেল আহমেদ লিও, আরটিভির জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ, এটিএন বাংলার জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, প্রথম আলোর জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি চম্পক কুমার, সময় টিভির জেলা প্রতিনিধি শাহিদুল ইসলাম, দেশ টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম, চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি হারুনুর রশিদ, ইন্ডিপিডেন্ট টিভির জেলা প্রতিনিধি মোমেন মুনি, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মিজানুর রহমান, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি শামিম কাদির, যমুনা টিভির জেলা প্রতিনিধি আব্দুল আলিম ও বণিক বার্তার জেলা প্রতিনিধি মাশরেকুল আলম।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675