• ঢাকা, বাংলাদেশ
  • ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

চমকপ্রদ কিছু নয়, কাঠামোগত পরিবর্তন করতে চাই : উপদেষ্টা নাহিদ

প্রকাশ: রবিবার, ১১ আগস্ট, ২০২৪ ৭:২৪

চমকপ্রদ কিছু নয়, কাঠামোগত পরিবর্তন করতে চাই : উপদেষ্টা নাহিদ

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, স্বল্প সময়ে চমকপ্রদ এক-দুইটি কাজ নয় বরং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাঠামোগত পরিবর্তন করতে চাই।

রোববার (১১ আগস্ট) সচিবালয়ে নিজের প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে সভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আগের বাংলাদেশ এবং পরের বাংলাদেশ ভিন্ন। সাধারণ মানুষের জায়গা থেকে এ পার্থক্য আমরা অনুভব করতে পারছি। আমরা আন্দোলনের সময় বলেছিলাম, মেধাভিত্তিক একটি বাংলাদেশ দেখতে চাই। আমরা মনে করেছিলাম, সরকারি চাকরিতে মেধা সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত। কোটা থাকতে পারে। তবে সে ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকিটুকু সংস্কার করার দাবি ছিল। কারণ বাংলাদেশকে এগিয়ে যেতে হলে মেধাবীদের প্রাধান্য দিতে হবে।

আরও পড়ুনঃ  ফরিদপুরে মাহিন্দ্রা উল্টে প্রাণ গেল স্কুলছাত্রের

তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি মেধাবীরা দেশ নিয়ে হতাশ। তারা ব্যাপক পরিমাণে বিদেশমুখী। কারণ তাদের গুরুত্ব দেওয়া হয় না। বাংলাদেশের ইতিহাসে ১৯৭১ সাল যেমন বড় ঘটনা, তেমনি ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানও আরেকটি বড় ঘটনা হিসেবে ইতিহাসে লেখা থাকবে। কিন্তু পরবর্তী সময়টুকু কাজে লাগাতে না পারলে এই ইতিহাসের যথাযথ মূল্যায়ন আমরা করতে পারব না।

সরকারের এই উপদেষ্টা আরও বলেন, আগের বাংলাদেশ চাই না। সর্বস্তরেই অনেক সমস্যা। রাষ্ট্রীয় কাঠামোর আমূল পরিবর্তন ছাড়া বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাবে না। আমরা শুধু ব্যক্তির পরিবর্তন চাই না বরং কাঠামোগত পরিবর্তন করতে চাই।

আরও পড়ুনঃ  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : মির্জা আব্বাস

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, এখন যেহেতু দেশ গড়ার একটি সুযোগ এসেছে, তা সবাইকে কাজে লাগানো উচিত। ছাত্র এবং সাধারণ মানুষরা তাদের ভূমিকা পালন করেছে। এখন বাকি কাজটুকু আপনাদের করতে হবে। আমরা জানি না বাংলাদেশের এই স্থিতাবস্থা কতদিন থাকবে। কিন্তু এই সুযোগ কাজে লাগাতে হবে। কারণ এখন বাংলাদেশে অন্তত দলীয়করণ করার সুযোগ নয়। আমরা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছি। তাই এখন সত্যিকার অর্থেই দেশ-জাতির জন্য কাজ করার সুযোগ এসেছে।

তিনি আরও বলেন, আমি এখানে এসেছি জনসাধারণের আকাঙ্ক্ষা ও দাবি উত্থাপন করার জন্য। আপনাদের কাজ হচ্ছে সেগুলো বাস্তবায়ন করা। বাংলাদেশের তরুণরা যেভাবে জেগে উঠেছে, বিষয়টি নিয়ে পুরো পৃথিবীতে এখন আলোচনা হচ্ছে। সেজন্য তরুণদের সাথে অভিজ্ঞদের জেনারেশন গ্যাপ কমাতে হবে। তরুণরা যেন সরকারের কার্যক্রমে যুক্ত হতে পারে, সে চেষ্টা করতে হবে।

আরও পড়ুনঃ  ভাঙ্গা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে জড়িয়ে সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

এর আগে, সকালে সরকারের এই উপদেষ্টা সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘটনা তদন্ত করে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার নজিরবিহীন গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে। নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675