• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পাকিস্তান পৌঁছে ফুলেল শুভেচ্ছা পেল বাংলাদেশ দল

প্রকাশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪ ৫:৫২

পাকিস্তান পৌঁছে ফুলেল শুভেচ্ছা পেল বাংলাদেশ দল

অনলাইন ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রস্তাব আগেই দেওয়া ছিল। বাংলাদেশে চলমান অস্থিরতার মাঝে মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলনের সুষ্ঠু পরিবেশ ছিল না। যে কারণে এমন অবস্থায় বাংলাদেশ দলকে আগেই পাকিস্তানে গিয়ে অনুশীলনের প্রস্তাব দেয় পিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাতে সাড়া দিয়েছে। নির্ধারিত সময়ের ৫ দিন আগে গতকাল সোমবার পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ে টাইগাররা।

আরও পড়ুনঃ  মেসির বার্সেলোনায় ফেরার গুঞ্জন কতটুকু সত্যি?

হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ৩.৪৫ মিনিটের ফ্লাইটে করে পাকিস্তান যায় বাংলাদেশ দলের ক্রিকেটার। সবমিলিয়ে কোচ-কোচিং স্টাফের সদস্য মিলে ১৮ জনের বহর যায় ইসলামাবাদে। এরপর আজ মঙ্গলবার সকালে লাহোরে নিরাপদেই পৌছে যায় নাজমুল হোসেন শান্তরা।

এরপর হোটেলে প্রবেশের সময় টাইগারদের ফুল দিয়ে বরণ করা হয়। যদিও আগে থেকেই কয়েকজন ক্রিকেটার পাকিস্তানে অবস্থান করছে। ‘এ’ দলের হয়ে আজ থেকেই মাঠে নামছেন তারা।

আরও পড়ুনঃ  ফের কপাল পুড়ল ইসমাইলের, বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্সে যাচ্ছেন জহির

দেশের পরিস্থিতি তুলনামূলক বদলাতে শুরু করলেও স্টেডিয়ামে এখনও অনুশীলনের পুরো পরিবেশ ফেরেনি। দেখা যাচ্ছে রাজনৈতিক স্লোগান। ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের বর্তমান অবস্থান এখন পর্যন্ত অজানা। এ ছাড়া আরও কয়েকজন পরিচালকও আত্মগোপনে আছেন। যে কারণে পাকিস্তান সিরিজ নিয়ে ক্রিকেটাররা এখনও স্বস্তিতে অনুশীলন করতে পারছেন না। সবমিলিয়ে আগেভাগেই পাকিস্তানে গিয়ে পরিপূর্ণ অনুশীলনের চিন্তা বিসিবির।

আরও পড়ুনঃ  মেসিকে যে কৌশল শিখিয়েছেন নেইমার

নির্ধারিত সূচি বিবেচনায় আগামী ১৭ আগস্ট পাকিস্তানের উদ্দেশে উড়াল দেওয়ার কথা ছিল শান্ত-সাকিবদের। এরপর ২১-২৫ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট এবং ৩০ আগস্ট-৩ সেপ্টেম্বর করাচিতে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে শান্ত-বাবরের দল। দুই ম্যাচের এই সিরিজের আগে ‘এ’ দল একই দেশে খেলছে দ্বিপাক্ষিক আরেকটি সিরিজ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675