• ঢাকা, বাংলাদেশ
  • ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫ ভারতীয় গরু চোরাকারবারি আটক

প্রকাশ: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ৫:২৪

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫ ভারতীয় গরু চোরাকারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে গরু পাচারের সময় পাঁচজন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার পাকা ইউনিয়নের রঘুনাথপুর সীমান্তের পদ্মা নদীতে নৌকায় করে পাচারের সময় তিনটি গরু ও দুইটি ধারালো অস্ত্রসহ তাদের আটক করা হয়।

রোববার (১৮ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ৫৩-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির উজ জামান।

আরও পড়ুনঃ  চাঁদার দাবিতে ব্যবসায়ীর ওপর হামলা, গ্রেপ্তার ১

এর আগে, শনিবার (১৭ আগস্ট) সকালে তাদের আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে আজ এ তথ্য নিশ্চিত করে বিজিবি।

আটক ভারতীয় চোরাকারবারিরা হলেন- ভারতের মুর্শিদাবাদ এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে মো. সারফরাজ ইসলাম (১৮), আলেক শেখের ছেলে মো. আসলাম শেখ (১৮), রতন সিংহের ছেলে দ্বীপ সিংহ (২৩), বাইতুল হলদারের ছেলে রনি মহালদার (১৭) এবং মেনাউলের ছেলে ওলিল মহালদার (১৮)।

আরও পড়ুনঃ  চাঞ্চল্যকর শিশু ধর্ষণের ঘটনায় শ্বশুর বাড়ি থেকে ধর্ষক গ্রেফতার!

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান বলেন, ভারতীয় নাগরিকরা পদ্মা নদী দিয়ে নৌকায় তিনটি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় বাংলাদেশি জলসীমায় টহল দেওয়া বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আরও পড়ুনঃ  নগরীতে ছিনতাই, চাঁদাবাজ গ্রুপের দুই মূলহোতা গ্রেপ্তার

তিনি আরও বলেন, চোরাকারবারিদের ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়াসহ আটকদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। প্রতিপক্ষ বিএসএফকে প্রতিবাদলিপি দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। এছাড়া সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ট এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675